৯ ঘণ্টা ধরে বন্ধ গাড়িতে আটক, শ্বাসরোধ হয়ে দুই শিশুর মৃত্যু দিল্লিতে
Updated By: Oct 6, 2017, 09:09 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : ৯ ঘণ্টা ধরে গাড়িতে বন্ধ থেকে শ্বাসকষ্টে মৃত্যু হল দুই শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির রানহউলা এলাকায়। সনু(৫) ও রাজ(৬) হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো যায়নি।
আরও পড়ুন- দেশের সব রাজনৈতিক দলগুলির সহমতের ভিত্তিতেই একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব : কমিশন
পুলিস সূত্রে জানা গেছে, তাদের বাবা রাজু দিল্লির রাস্তায় ক্যাব চালান। ঘটনার দিন বাইরে থেকে এসে গাড়ি গ্যারেজে রেখে ঘরে ঢুকে যান তিনি। রাতের খাওয়া সেরে ঘরে ঘুমিয়েও পড়েন। মাঝরাতে হঠাত্ মনে পড়ে তিনি গাড়ি রাখার সময় তা লক করেননি। অতঃপর ঘর থেকেই রিমোট কি-র মাধ্যমে তা লক করে দেন। পুলিসের ধারণা, ততক্ষণে সনু ও রাজু খেলতে খেলতে গাড়ির দরজা খুন তাতে ঢুকে ঘুমিয়ে পড়েছিল। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।