কমছে GST, সস্তা হচ্ছে এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়া

Updated By: Oct 6, 2017, 08:37 PM IST
কমছে GST, সস্তা হচ্ছে এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়া

ওয়েব ডেস্ক : জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কিছু জিনিসের উপর থেকে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। তার মধ্যে রয়েছে এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়া, উল, পিন, সুতো, হাতে তৈরি জিনিস প্রভৃতি। একইসঙ্গে জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫০,০০০-এর উপরে গয়না ও রত্ন কেনার ক্ষেত্রে প্যান আর বাধ্যতামূলক নয়।

কীসে জিএসটি কমছে?

- কমছে এসি রেস্তরাঁর জিএসটি। ১২ শতাংশ করার প্রস্তাব এসি রেস্তরাঁর জিএসটি। এসি রেস্তরাঁয় খাওয়াদাওয়ার ক্ষেত্রে বর্তমানে ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য হয়। নয়া হার নিয়ে সিদ্ধান্ত নেবে গ্রুপ অফ মিনিস্টার্স। ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

- কমছে উল, সুতো, পিনের উপর জিএসটি। লাগু হচ্ছে ৫ শতাংশ জিএসটি।

- হাতে তৈরি জিনিসের উপর জিএসটি কমছে। ১২ শতাংশের জায়গায়  ৫ শতাংশ হারে নতুন জিএসটি ধার্য হবে।

- খকরা ও নমকিনের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ।

- জরির কাজের জিনিসের উপর জিএসটি কমছে।

- আয়ুর্বেদিক ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল।

পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরে দেড় কোটি টাকা লেনদেন পর্যন্ত আর প্রতি মাসে জিএসটি রিটার্ন ফাইল করতে হবে না। এখন থেকে তিন মাস অন্তর রিটার্ন ফাইল করতে হবে।

আরও পড়ুন, দেশের সব রাজনৈতিক দলগুলির সহমতের ভিত্তিতেই একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব : কমিশন

.