উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত
উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন BJP-র ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। আজ রাজ্যপাল কৃষ্ণ কান্ত পাল ত্রিবেন্দ্র সিংকে শপথবাক্য পাঠ করান। তাঁর সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
ওয়েব ডেস্ক : উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন BJP-র ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। আজ রাজ্যপাল কৃষ্ণ কান্ত পাল ত্রিবেন্দ্র সিংকে শপথবাক্য পাঠ করান। তাঁর সঙ্গে আরও ৯ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
আরও পড়ুন- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত যোগী আদিত্যনাথ; উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মা
এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, BJP সভাপতি অমিত শাহ। হাজির ছিলেন দলের একাধিক শীর্ষনেতা।
উত্তরপ্রদেশ, গোয়া, পঞ্জাব, মণিপুরের সঙ্গে ১১ মার্চ উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ৭০ আসনের বিধাসভায় কংগ্রেসকে হারিয়ে ৫৭টি আসনই দখল করে BJP।