বিমানের মতো এবার রেলের কোচে ব্ল্যাকবক্স, এড়ানো যাবে দুর্ঘটনা
উত্তরপ্রদেশের রায়বরেলির রেল কারখানায় ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রথম পর্যায়ের স্মার্ট কামরা।
নিজস্ব প্রতিবেদন: বিমানের মত এবার রেলের কামরাতেও থাকছে ব্ল্যাকবক্স। উত্তরপ্রদেশের রায়বরেলির রেল কারখানায় ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রথম পর্যায়ের স্মার্ট কামরা। ট্রেন দুর্ঘটনার মোকাবিলায় এই প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে রেলসূত্রে খবর।
রায়বরেলির কোচ নির্মাণ কারখানার প্রধান ডিজাইন ইঞ্জিনিয়ার রাজেশ আগরওয়ালের কথায়,''বিশ্ব পরিবহণে মোড় ঘুরিয়ে দিতে চলেছে স্মার্ট কোচ।দুর্ঘটনা প্রতিরোধে করতে পারবে এই ব্ল্যাক বক্স। ট্রেনে কোনও অস্বাভাবিকত্ব পেলেই ব্ল্যাকবক্স সংশ্লিষ্ট বিভাগে তথ্য পাঠাতে সক্ষম। ফলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে।''
জানা গিয়েছে, কোচের ভিতর তার, কেবলের তাপমাত্রায় নজর রাখবে ব্ল্যাকবক্স। ফলে এড়ানো যাবে শর্টসার্কিট। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বিকল হলেও জানা যাবে। স্মার্ট সিসিটিভির মাধ্যমে ট্রেনের গতিবিধির উপরে নজরদারি করতে পারবেন আধিকারিকরা।
কোচগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে। তা সফল হলেই ভারতীয় রেলব্যবস্থায় আসতে চলেছে বিপ্লব।
আরও পড়ুন- ত্রিশঙ্কু ফলের ইঙ্গিত অধিকাংশ বুথফেরত সমীক্ষার, 'কিংমেকার' জেডিএস