আটকে দেবে একে ৪৭ রাইফেলের গুলি, নতুন বুলেটপ্রুফ জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনা

সাধারণভাবে বুলেটপ্রুফ জ্যাকেট বেশ ভারী হয়ে থাকে। তবে নতুন এই জ্যাকেটটি হবে বেশ হালকা। ফলে এটি জওয়ানের গতির পক্ষে বাধা হয়ে দাঁড়াবে না

Updated By: May 12, 2018, 09:27 PM IST
আটকে দেবে একে ৪৭ রাইফেলের গুলি, নতুন বুলেটপ্রুফ জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনা

নিজস্ব প্রতিবেদন: আটকে দেবে একে ৪৭ রাইফেলের বুলেট। খুব শীঘ্রই এমনই জ্যাকেট দেওয়া হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের।

টানা পাঁচ বছর গবেষণার পর এই ধরনের বিশেষ জ্যাকেট তৈরি করতে সক্ষম হয়েছে ডিফেন্স মেটিরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এসট্যাবলিশমেন্ট(ডিএমএসআরডিই)। সংস্থার এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, গুলির লড়াইয়ের সময়ে এই জ্যাকেটটি একজন জওয়ানের গলা, পিঠ, বুক, পেটকে রক্ষা করতে পারবে। অর্থাৎ ‌যে কোনও দিক থেকে গুলি এলেও সমান সুরক্ষা দেবে এই জ্যাকেট।

আরও পড়ুন-১০ দিনের পুলিস হেফাজত, ভাঙড়ে এবার পঞ্চায়েত ভোট আরাবুলহীন

সাধারণভাবে বুলেটপ্রুফ জ্যাকেট বেশ ভারী হয়ে থাকে। তবে নতুন এই জ্যাকেটটি হবে বেশ হালকা। ফলে এটি জওয়ানের গতির পক্ষে বাধা হয়ে দাঁড়াবে না। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যাকেটটির ওজন মাত্র ১০.৪ কেজি।

আরও পড়ুন-কমিশনে ভরসা নেই, ভোট-হিংসার ছবি তুলতে দলীয় কর্মীদের মাঠে নামাল বিজেপি

এখনও প‌র্যন্ত একে ৪৭ কে দুনিয়ার ভয়ঙ্করতম রাইফেল বলে মনে করা হয়। সেই রাইফেলের বুলেটকেও থামিয়ে দিতে পারে এই জ্যাকেট। প্রথম দফায় ভারতীয় সেনাবাহিনী ১ লাখ ওই ধরনের জ্যাকেট চেয়ে পাঠিয়েছে।

.