‘অতিমারিতে মানুষের পাশে থাকতে চাই’, MP ল্যাডের টাকা চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি মালার

বকেয়া আড়াই লক্ষ টাকার দাবি জানালেন তৃণমূল সাংসদ।

Updated By: May 31, 2021, 06:11 PM IST
‘অতিমারিতে মানুষের পাশে থাকতে চাই’, MP ল্যাডের টাকা চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি মালার

নিজস্ব প্রতিবেদন: এমপি ল্যাডের বকেয়া টাকা না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ মালা রায়। এবার সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই মর্মে চিঠি লিখলেন তিনি। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে চান, তাই দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করলেন।

চিঠিতে দক্ষিণ কলকাতার সাংসদ লেখেন, ২০২০ সালের ২৮ জানুয়ারি এমপি ল্যাডে বরাদ্দ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে কোনও টাকা পাননি। রাজ্যের বিধানসভা ভোট মিটে যাওয়ার পরেও বকেয়া টাকা পাননি তিনি।

আরও পড়ুন: টুইটারকে কেন্দ্রের Digital Rules মানতেই হবে, জানাল দিল্লি হাইকোর্ট

আরও পড়ুন: টিকানীতিতে 'various flaws'; করোনা টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র

স্পিকার ওম বিড়লার কাছে তিনি অনুরোধ করেন, ২০১৯-২০২০ অর্থবর্ষে তাঁর এমপি ল্যাডের বকেয়া আড়াই লক্ষ টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হোক। করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষের কাজে লাগবে সেই টাকা। সেই টাকা অ্যাম্বুলেন্স, শববাহী যান-সহ অন্যান্য সরঞ্জাম কিনতে কাজে লাগবে।

.