জম্মুতে জঙ্গি হানায় নিহত ৩ সেনা জওয়ান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের এক দিন আগে জঙ্গি হানা জম্মুতে। বৃহস্পতিবার জম্মুর আর এস পুরা সেক্টরে আর্ন্তজাতিক সীমান্তের কাছে সেনা বাঙ্কারে অনুপ্রেবেশ করে জঙ্গিরা। হামলায় নিহত হয়েছেন ৩ সেনা জওয়ান। উল্লেখযোগ্য হামলার ঘণ্টাখানেক আগেই জঙ্গিদের গতিবিধির খবর সেনাকে দিয়েছিল গ্রামবাসীরা। তারপরই বাঙ্কারে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন:
জম্মু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের এক দিন আগে জঙ্গি হানা জম্মুতে। বৃহস্পতিবার জম্মুর আর এস পুরা সেক্টরে আর্ন্তজাতিক সীমান্তের কাছে সেনা বাঙ্কারে অনুপ্রেবেশ করে জঙ্গিরা। হামলায় নিহত হয়েছেন ৩ সেনা জওয়ান। উল্লেখযোগ্য হামলার ঘণ্টাখানেক আগেই জঙ্গিদের গতিবিধির খবর সেনাকে দিয়েছিল গ্রামবাসীরা। তারপরই বাঙ্কারে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন:
1. Some things will never change, SAARC summit is on, Ind & Pak PMs at the same venue and a fierce encounter breaks out in Jammu.
— Omar Abdullah (@abdullah_omar) November 27, 2014
2. The timing of the attack in Arnia can't be a coincidence. My condolences to the family of the army officer killed in Arnia.
— Omar Abdullah (@abdullah_omar) November 27, 2014
All police nakas along the NH in Jammu & other sensitive locations have been put on high alert & the situation is being closely monitored.
— Omar Abdullah (@abdullah_omar) November 27, 2014
3 civilians have lost their lives along with 3 army personnel, my condolences to the families. 4 militants have been neutralised in Arnia.
— Omar Abdullah (@abdullah_omar) November 27, 2014