Hindenburg Research | Adani Group: আদানির কেলেঙ্কারি তুলে ধরে ছিল এই সংস্থা! এবার তালা ঝুলবে সেই কোম্পানিতেই...
Hindenburg Research Shuts Down: হিন্ডেনবার্গের সাফল্যের পিছনে বহু আত্মত্যাগ রয়েছে। তিনি আরও জানান, এই কাজ করতে গিয়ে নাকি জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছেন। কাজে ডুবে থাকার ফলে পরিবার থেকেও কার্যত আলাদা হয়ে গেছিলেন নাথান অ্যান্ডারসন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৭ সালে 'হিন্ডেনবার্গ রিসার্চ' (Hindenburg Research) প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন (Nathan Anderson)। মূলত কোম্পানির কাজ বিভিন্ন কোম্পানির 'ক্রেডিট’, ‘ডেরিভেটিভস’ এবং 'ইক্যুইটি' বিশ্লেষণ করত। পাশাপাশি হিন্ডেনবার্গের ওয়েবসাইটে বলা রয়েছে, অর্থনীতিতে যেকোনো মানবসৃষ্ট বিপর্যয় আটকাতে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এবং গোপনে চলা লেনদেনগুলির উপর নজরদারি চালায় তারা।
আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছে মুম্বাই! সইফ কান্ডে চিন্তিত তারকারা...
১৯৩৭ সালের ৬ মে নিউ জার্সিতে মাঝ আকাশে আগুন লেগে ধ্বংস হয় ‘হিন্ডেনবার্গ এয়ারশিপ’। বিলাসবহুল সেই জার্মান উড়োজাহাজ আছড়ে পড়ায় প্রাণ হারান প্রায় ৩৬ জন। সেই বিমানের নামেই নিথান সংস্থার নামকরণ করেন। আর সেই সংস্থায় কখনও ভারতীয় শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) সংস্থা আবার কখনও বা অন্যান্য কর্পোরেট সংস্থার বিরুদ্ধে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে সারা দুনিয়ায় রীতিমত হইচই ফেলে দিয়েছিল।
২০২৫ সালের ১৫ জানুয়ারি, হিন্ডেনবার্গ রিসার্চের দফতরে তালা ঝোলানোর কথা ঘোষণা করেন এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন স্বয়ং। সাইটে তিনি লিখেছেন, 'হাতে জমে থাকা কাজ শেষ করে সংস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই দিনটা এসে গিয়েছে। এ বার তাই হিন্ডেনবার্গ রিসার্চ ভেঙে দিচ্ছি।' যদিও সংস্থা বন্ধ করার পেছনে কারোর হুমকি-হুঁশিয়ারি বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কোনও যোগ নেই। পাশাপাশি, জীবনে নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিয়েছেন অ্যান্ডারসন।
এই হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়, আদানি গোষ্ঠী নাকি কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে। তাঁদের স্টকের হিসাবে যথেষ্ট গরমিল রয়েছে। আমদানির খরচ বেশি দেখিয়ে নথি তৈরি এবং ঘুরপথে নিজেদের সংস্থার শেয়ারই কিনে নিয়ে কৃত্রিম ভাবে দাম বাড়ানোর মতো মারাত্মক অভিযোগ তোলে নাথানের সংস্থা।
আরও পড়ুন: ১৫ মাসের আগুন-রক্ত, ৪৬০০০ হাজার মৃত্যুতে ইতি? অবশেষে ইজরায়েল-হামাস সম্মত হল যে, তারা আর...
হিন্ডেনবার্গ রিসার্চের বন্ধ হওয়ার খবর সামনে আসা মাত্রই, হু হু করে বেড়েছে আদানি গ্রুপের স্টকগুলির দাম। ২০২৫ সালের ১৬ জানুয়ারি ট্রেডিং সেশনে স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই আদানি গ্রুপের স্টকগুলিতে লাফ দেখা গিয়েছে। বিভিন্ন শেয়ারের দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)