কাশ্মীরি পণ্ডিত খুনের বদলা নিল ভারতীয় সেনা, খতম জঙ্গি ওমর

তিনি আরও বলেন, কাশ্মীরে জঙ্গিদের উৎপাত দিন দিন কমছে।

Updated By: Jun 16, 2020, 07:10 PM IST
কাশ্মীরি পণ্ডিত খুনের বদলা নিল ভারতীয় সেনা, খতম জঙ্গি ওমর

নিজস্ব প্রতিবেদন- কাশ্মীরি পন্ডিত অজয় পন্ডিতার খুনের বদলা নিল ভারতীয় সেনা। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, অজয় পন্ডিতকে হত্যা করা হিজবুল মুজাহিদিন জঙ্গি ওমরকে খতম করেছে ভারতীয় সেনা ও পুলিসের যৌথ বাহিনী। দিনকয়েক আগে কাশ্মীরের এক গ্রামের পঞ্চায়েত প্রধান অজয় পন্ডিতাকে হিজবুল জঙ্গিরা হত্যা করেছিল। 

এদিন কাশ্মীর পুলিশের আইজি বলেছেন, ''এখানকার প্রতিটা পঞ্চায়েত প্রধানকে আলাদা করে আমরা নিরাপত্তা প্রদান করতে পারব না। কিন্তু যে কোনও পঞ্চায়েত প্রধান বিপদের গন্ধ পেলে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন। আমরা তাঁকে সব রকম ভাবে সহায়তা করব এবং নিরাপত্তা দেব।''

আরও পড়ুন- ভারতীয় সেনার পাল্টা জবাবে নিহত চিনের ৫ জওয়ান, আহত ১১, প্রকাশ চিনা সংবাদমাধ্যমে

তিনি আরও বলেন, কাশ্মীরে জঙ্গিদের উৎপাত দিন দিন কমছে। তিনি জানান, প্রথমে কোনো জঙ্গিকে খতম করা হয় না। সংঘর্ষের সময় প্রথমে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করলে খতম করা হয় জঙ্গিদের। এদিন আইজি বলেছেন, এখানে অনেক কমবয়সী ছেলেদের ব্রেনওয়াশ করে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়। তাই অভিভাবকদের সব সময় সজাগ থাকতে হবে। ছেলের চালচলনের দিকে নজর রাখতে হবে। যে কোনও সমস্যায় জম্ম-কাশ্মীর পুলিসকে তাঁরা পাশে পাবেন। অভিভাবকরা মনে রাখবেন, ছেলে বিপথে যাওয়ার আগে তাঁকে আটকাতে হবে আপনাদের।''

দিন কয়েক আগে জম্মু-কাশ্মীর পুলিশের অধিকর্তা দিলবার সিং জানিয়েছিলেন, অজয় পন্ডিতা হত্যার পেছনে হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের হাত রয়েছে। অনন্তনাগ জেলায় অজয়কে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই তাঁকে খুন করে জঙ্গিরা। তিনি জানিয়েছিলেন, পাকিস্তানের জঙ্গির নির্দেশেই এখানকার জঙ্গিরা এমন ঘটনা ঘটায়। জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা এজেন্সি গুলির সঙ্গে মিলে এই ধরনের ঘটনা আটকানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিস।

.