৫ রাজ্যে প্রচার শুরু টিম আন্নার
আসন্ন ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে কেবলমাত্র কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করা হবে না। দুর্নীতি রোধ ও শক্তিশালী লোকপাল বিলের দাবিতে সব দলের বিরুদ্ধেই সরব হবেন তাঁরা। একথা মিডিয়াকে আগেই জানিয়েছিলেন সমাজকর্মী আন্না হাজারে। শনিবার, সেই মতো প্রচার শুরু করে দিল টিম আন্না।
আসন্ন ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে কেবলমাত্র কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করা হবে না। দুর্নীতি রোধ ও শক্তিশালী লোকপাল বিলের দাবিতে সব দলের বিরুদ্ধেই সরব হবেন তাঁরা। একথা মিডিয়াকে আগেই জানিয়েছিলেন সমাজকর্মী আন্না হাজারে। শনিবার, সেই মতো প্রচার শুরু করে দিল টিম আন্না। তাঁদের প্রচার শুরু হল উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে। এদিন হরিদ্বারে প্রচারে হাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদী, প্রশান্ত ভূষণ সহ টিম আন্নার কোর কমিটির অন্যান্য সদস্যরা। প্রথম দিনের প্রচারে জনগণের উদ্দেশে কেজরিওয়াল জানান, তাঁদের প্রচার কোনও বিশেষ দলের বিরুদ্ধে বা পক্ষে নয়। প্রচারের মূল উদ্দেশ্য, শক্তিশালী লোকপাল বিল, জমি অধিগ্রহণ নীতি। দুর্নীতির প্রশ্নে সব রাজনৈতিক দলই সমান বলেও এদিন কটাক্ষ করেন তিনি। শুক্রবার তাঁদের ভবিষ্যত্ কর্মসূচি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে টিম আন্না। পুস্তিকায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলা হয়েছে, শক্তিশালী লোকপাল বিল নিয়ে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র। উত্তরাখণ্ডে প্রচারে দেরাদুন, রুদ্রপুর, আলমোরা ও হালদওয়ানিতেও প্রচার করা হবে বলে টিম আন্নার তরফে জানানো হয়েছে। শারিরিক অসসুস্থতার কারণে ৫ রাজ্যের প্রচারে অংশ নিচ্ছেন না আন্না হাজারে।