আয়কর জমার শেষ দিন: ৫ই অগস্ট মধ্যরাত পর্যন্ত দেশ জুড়ে খোলা থাকবে আয়কর অফিস

Updated By: Aug 4, 2017, 09:38 PM IST
আয়কর জমার শেষ দিন: ৫ই অগস্ট মধ্যরাত পর্যন্ত দেশ জুড়ে খোলা থাকবে আয়কর অফিস

ওয়েব ডেস্ক: প্রবীন নাগরিক এবং বাত্সরিক পাঁচ লক্ষ টাকার কম আয় যাদের তাঁদের জন্য আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত দেশ জুড়ে খোলা থাকবে আয়কর দফতরের ফিল্ড অফিসগুলি, আজ এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, "হাতে-কলমে আয়কর জমা দেওয়ার বিষয়ে সাহায্য করার জন্য শনিবার হওয়া সত্ত্বেও ৫ই অগস্ট মধ্যরাত পর্যন্ত দেশের সবকটি আয়কর অফিস খোলা রাখা ও প্রয়োজনীয় সকল ব্যবস্থাও গ্রহণ করার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস"।

প্রসঙ্গত, এর আগেই আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই থেকে বাড়িয়ে ৫ই অগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছিল। কারণ, শেষ মুহূর্তে (৩১শে জুলাই-এর আগে) অনেকে একসঙ্গে ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে যাওয়ায় সাইটটি অত্যন্ত ধীর হয়ে গিয়েছিল। আর তাই বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা।

.