রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক নয় আধার : কেন্দ্র

Updated By: Aug 4, 2017, 09:47 PM IST
রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক নয় আধার : কেন্দ্র

ওয়েব ডেস্ক : একদিকে ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য আধারকে বাধ্যতামূলক করল সরকার, অন্যদিকে সাফ জানিয়ে দিল রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক নয় আধার। সরকার জানিয়েছে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার ব্যাপারে এখনও রেলের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যসভায় এক লিখিত বিবৃতি দিয়ে জানান রেলমন্ত্রকের প্রতিমন্ত্রী রাজেন গোহেইন।

তিনি বলেন, "বর্তমানে রেল টিকিট বুকিংয়ের জন্য আধার বাধ্যতামূলক করার কোনও পরিকল্পনা নেই। শুধুমাত্র বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে টিকিটে ছাড় চাইলে, আধার নম্বর দিতে হচ্ছে।" বিগত কয়েক মাস ধরে বিভিন্ন পরিষেবা ও প্রকল্পের জন্য আধারকে বাধ্যতামূলক করেছে সরকার। তারমধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্যাক্স ফাইল, মাতৃত্বকালীন সুবিধা, শিশু সুরক্ষা এবং কৃষক, শ্রমিক ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প প্রভৃতি। এবার ১ অক্টোবর, ২০১৭ থেকে মৃত্যুর রেজিস্ট্রিকরণের জন্যও বাধ্যতামূলক করা হল আধারকে।

আরও পড়ুন, মৃত্যুর রেজিস্ট্রিকরণ করতে বাধ্যতামূলক হল আধার

.