প্রবল বর্ষণে কলকাতা-চেন্নাই যোগাযোগ বিছিন্ন, বাতিল ট্রেন

তামিলনাড়ুতে প্রবল বর্ষণের জেরে বাতিল করা হয়েছে হাওড়াগামী বেশ কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া, জসবন্তপুর-হাওড়া এবং এর্নাকুলাম-হাতিয়া এক্সপ্রেস। গতকাল সকালে তেন্নাই থেকে ছাড়া করমণ্ডল এক্সপ্রেস এখনও আটকে রয়েছে মাঝপথে। ঘুরপথে আসা ওই ট্রেন এখনও পৌছয়নি বিজয়ওয়াড়ায়।এর জেরে রীতিমতো দুর্ভোগে ট্রেনের যাত্রীরা।

Updated By: Nov 17, 2015, 05:44 PM IST
প্রবল বর্ষণে কলকাতা-চেন্নাই যোগাযোগ বিছিন্ন, বাতিল ট্রেন

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে প্রবল বর্ষণের জেরে বাতিল করা হয়েছে হাওড়াগামী বেশ কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া, জসবন্তপুর-হাওড়া এবং এর্নাকুলাম-হাতিয়া এক্সপ্রেস। গতকাল সকালে তেন্নাই থেকে ছাড়া করমণ্ডল এক্সপ্রেস এখনও আটকে রয়েছে মাঝপথে। ঘুরপথে আসা ওই ট্রেন এখনও পৌছয়নি বিজয়ওয়াড়ায়।এর জেরে রীতিমতো দুর্ভোগে ট্রেনের যাত্রীরা।

এদিকে আজই হাওড়া থেকে বাতিল করা হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। সকালে স্টেশনে এসে ট্রেন বাতিলের কথা জানতে পারেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, এরপর টিকিটের টাকা ফেরত চাইতে গেলে চরম অব্যবস্থার মধ্যে পড়তে হয় তাঁদের। রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন তাঁরা।

 

.