ধুতিকে আইনি সুরক্ষা দিতে বিল আনল তামিলনাড়ু সরকার

তামিলনাড়ুর ট্র্যাডিশনাল পোশাক ধুতিকে (ভেশ্তি) আইনি সুরক্ষা দিতে এগিয়ে এল জয়ললিতা সরকার। বুধবার বিধানসভায় এই নিয়ে নয়া বিল আনল সে রাজ্যের সরকার। এই বিল অনুযায়ী কোনও ক্লাব, ট্রাস্ট, কোম্পানি বা সভাতে ধুতি পরিহিত কাউকে ঢুকতে বাধা দেওয়া বা তার প্রতি অসম্মানজনক আচরণ করা চলবে না।

Updated By: Aug 6, 2014, 03:15 PM IST
ধুতিকে আইনি সুরক্ষা দিতে বিল আনল তামিলনাড়ু সরকার

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর ট্র্যাডিশনাল পোশাক ধুতিকে (ভেশ্তি) আইনি সুরক্ষা দিতে এগিয়ে এল জয়ললিতা সরকার। বুধবার বিধানসভায় এই নিয়ে নয়া বিল আনল সে রাজ্যের সরকার। এই বিল অনুযায়ী কোনও ক্লাব, ট্রাস্ট, কোম্পানি বা সভাতে ধুতি পরিহিত কাউকে ঢুকতে বাধা দেওয়া বা তার প্রতি অসম্মানজনক আচরণ করা চলবে না।

এই বিল অনুযায়ী কেউ যদি এই আইন ভাঙে তাহলে ২৫ হাজার টাকা ফাইন সহ এক বছরের জন্য কারাদণ্ড ভোগ করতে হবে।

তাই বিলটিতে বলা হয়েছে ''তামিল সংস্কৃতির অবিচ্ছেদ্দ অঙ্গ ভেশ্তি বা অন্য কোন ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক পরিহিত কাউকেই কোনও পাবলিক প্লেসে শুধুমাত্র তার পোশাকের জন্য কেউ ঢুকতে বাধা দিতে পারবে না''। মাদ্রাস হাইকোর্টের দুই বিচারপতি গতমাসে শুধু মাত্র ধুতি পরে থাকার জন্য চেন্নাইয়ের চিপকে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনে  ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করেই তামিলনাড়ু জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

 

 

.