শিল্পমহলে রাহুল তাস খেলল কংগ্রেস

পরবর্তী লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হিসেবে তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গতকালই প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে নির্বাচনে জিতলে ফের সোনিয়া-মনমোহন জুটি চালকের আসনে বসবেন কিনা। এরই মধ্যে আজ শিল্পমহলের সামনে রাহুল গান্ধীকে হাজির করে চমক দিল কংগ্রেস। দলের সহ সভাপতি হওয়ার পর এই প্রথম শিল্পমহলের মুখোমুখি হলেন রাহুল গান্ধী।

Updated By: Apr 4, 2013, 11:21 PM IST

পরবর্তী লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রীর পদে প্রার্থী হিসেবে তুলে ধরার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। গতকালই প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে নির্বাচনে জিতলে ফের সোনিয়া-মনমোহন জুটি চালকের আসনে বসবেন কিনা। এরই মধ্যে আজ শিল্পমহলের সামনে রাহুল গান্ধীকে হাজির করে চমক দিল কংগ্রেস। দলের সহ সভাপতি হওয়ার পর এই প্রথম শিল্পমহলের মুখোমুখি হলেন রাহুল গান্ধী।
শিল্পপতিদের ইনসেনটিভ দিয়ে শিল্পের বিকাশ ঘটিয়ে গরিব মানুষের হাল ফেরানোর কথা বললেন তিনি। বললেন এটাই উন্নয়নের রোডম্যাপ। নাম না করে বিভিন্ন সম্প্রদায়কে মূল স্রোত থেকে দূরে টেলে দেওয়ার জন্য  কটাক্ষ করলেন বিজেপিকে। তবে একইসঙ্গে  ফের উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী পদে তাঁর প্রার্থী হওয়ার প্রসঙ্গ। এড়িয়ে গেলেন তাঁর বিয়ের প্রসঙ্গও।

.