সেলফি তুললে এখন থেকে হতে পারে ৫ বছরের জেল!!!

যাত্রী সুরক্ষায় এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। চলন্ত ট্রেন থেকে সুন্দর একটা দৃশ্য দেখে আপনি মোহিত হয়ে যেতেই পারেন। তবে সেই দৃশ্যের সেলফি তুলতে গেলেই এখন থেকে বিপদে পড়তে পারেন। কারণ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে চলন্ত ট্রেনে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রেল।

Updated By: Aug 19, 2016, 06:37 PM IST
সেলফি তুললে এখন থেকে হতে পারে ৫ বছরের জেল!!!

ওয়েব ডেস্ক : যাত্রী সুরক্ষায় এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। চলন্ত ট্রেন থেকে সুন্দর একটা দৃশ্য দেখে আপনি মোহিত হয়ে যেতেই পারেন। তবে সেই দৃশ্যের সেলফি তুলতে গেলেই এখন থেকে বিপদে পড়তে পারেন। কারণ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে চলন্ত ট্রেনে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রেল।

চলন্ত ট্রেনে সেলফি তুললে জেল হতে পারে পাঁচ বছর পর্যন্ত। শেষ হতে চলেছে ট্রেনের মধ্যে জমিয়ে তাসের আসর বসানোর দিনও। রেল কর্তৃপক্ষ মনে করছে, তাস খেলার জেরে অসুবিধা হয় অন্য যাত্রীদের। সুতরাং, ট্রেনের মধ্যে তাস খেললে এখন থেকে পাঁচ বছর পর্যন্ত জেল ও জরিমানা দুই হতে পারে।

এই দুই শাস্তির ব্যবস্থা চালু করার জন্য চলতি আইনে বদল আনার প্রস্তাব দিতে চলেছে আরপিএফ। প্রস্তাব পাঠানো হবে রেল বোর্ডের কাছে। এমনকি রেললাইনে সেলফি তোলাকে আত্মহত্যার চেষ্টা বলে গণ্য করতে চলেছে রেল কর্তৃপক্ষ।

.