নববধূকে শ্বাশুড়ির উপহার বাথরুম
সচেতন হচ্ছে ভারত। স্বচ্ছ ভারতে একের পর এক উদাহরণ তৈরি করছে ভারতীয় নারীরা। কখনও বিয়ের শর্ত হিসেবে শৌচালয় বানিয়ে দেওয়ার আবেদন, কখনও বাড়িতে বাথরুম নেই বলে বিয়ে ভেঙে দেওয়া এমন হাজারো উদাহরণ রয়েছে ভারতে। সচেতনাতার পাঠশালায় একে একে সবার সহযোগিতায় স্বচ্ছ পরিবেশ তৈরির পথে এগিয়ে চলেছে ভারত। এবার সামনে এল আরও এক উদাহরণ।
ওয়েব ডেস্ক: সচেতন হচ্ছে ভারত। স্বচ্ছ ভারতে একের পর এক উদাহরণ তৈরি করছে ভারতীয় নারীরা। কখনও বিয়ের শর্ত হিসেবে শৌচালয় বানিয়ে দেওয়ার আবেদন, কখনও বাড়িতে বাথরুম নেই বলে বিয়ে ভেঙে দেওয়া এমন হাজারো উদাহরণ রয়েছে ভারতে। সচেতনাতার পাঠশালায় একে একে সবার সহযোগিতায় স্বচ্ছ পরিবেশ তৈরির পথে এগিয়ে চলেছে ভারত। এবার সামনে এল আরও এক উদাহরণ।
অন্ধ্রপ্রদেশের ঘটনা। ছেলের বিয়েতে নববধূকে বাথরুম উপহার দিলেন শ্বাশুড়ি। "আমি নিজে কোনও দিন আমার বাপের বাড়িতে শৌচালয় পাইনি। খোলা জায়গায়ই যেতে হত। বিয়ের পরও তাই। বাড়িতে ছিল না শৌচাগার। এমনকি ঋতুস্রাবের সময়ও নানান সমস্যার সম্মুখীন হতে হত, আমি চাইনি আমার বাড়ির বউকেও এই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি বাড়িতেই শৌচাগার তৈরি করি", বললেন নববধূ সালমার শ্বাশুড়ি।