বন্দি ফারুক আবদুল্লাকে প্রকাশ্যে আনা হচ্ছে না কেন, জবাব তলব শীর্ষ আদালতের

ফারুক আবদুল্লা ছাড়াও ৪০০ রাজনৈতিক নেতাকে এভাবেই আটক রাখা হয়েছে

Updated By: Sep 16, 2019, 12:33 PM IST
বন্দি ফারুক আবদুল্লাকে প্রকাশ্যে আনা হচ্ছে না কেন, জবাব তলব শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, কেন্দ্র ও জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-হরিয়ানাতেও তৈরি হবে নাগরিকপঞ্জী; ঘোষণা খট্টরের, সমর্থন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে ফারুক আবদুল্লাকে। এমডিএমকে নেতা ভাইকোর এক আবেদনের ভিত্তিতে ওই নোটিস জারি করল শীর্ষ আদালত।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে বেআইনি ভাবে আটক রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিতে হবে। এই মর্মে শীর্ষ আদালতে মামলা করেছিলেন ভাইকো। আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আবদুল্লার হাজির থাকার কথা ছিল।

শীর্ষ আদালতে তার সওয়ালে কেন্দ্র জানায়, ফারুক আবদুল্লাই ভাইকোর কোনও আত্মীয় নন। তাই ফারুকের মুক্তি আইনের পরিপন্থী।

আরও পড়ুন-হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে একই মঞ্চে মোদী-ট্রাম্প! জানাল হোয়াইট হাউস

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এস এ বোবডে এবং এস এ নাজিরের আদালত এই রায় দেয়। এনিয়ে পরবর্তি শুনানি হবে আগামী ৩০ সেপ্টেম্বর। প্রসঙ্গত, পাবলিক সেফটি অ্যাক্ট অনুযায়ী ফারুক আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ এনেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এই আইনে ২ বছর পর্যন্ত কাউকে আটক রাখা যেতে পারে। ফারুক আবদুল্লা ছাড়াও ৪০০ রাজনৈতিক নেতাকে এভাবেই আটক রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিও।

.