হরিয়ানা পুলিসকে চিঠি পাঠিয়ে একাধিক রেল স্টেশনে বিস্ফোরণের হুমকি জইশ-ই-মহম্মদের

রেল স্টেশনের পাশাপাশি একাধিক মন্দির চত্বরেও বিস্ফোরণের হুমকি দিয়েছে জইশ।

Updated By: Sep 16, 2019, 11:01 AM IST
হরিয়ানা পুলিসকে চিঠি পাঠিয়ে একাধিক রেল স্টেশনে বিস্ফোরণের হুমকি জইশ-ই-মহম্মদের
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: হরিয়ানা পুলিসকে চিঠি পাঠিয়ে দেশের একাধিক রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। রেল স্টেশনের পাশাপাশি একাধিক মন্দির চত্বরেও বিস্ফোরণের হুমকি দিয়েছে জইশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর রোহতক রেলওয়ে থানার পুলিস সুপার জইশ-ই-মহম্মদের পাঠেনো একটি চিঠি পান। এই চিঠিতে ৮ অক্টোবর, দশেরার দিন হরিয়ানার রেওয়ারি রেলওয়ে জংশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রেওয়ারি রেলওয়ে জংশন-সহ দেশের একাধিক রেল স্টেশন আর মন্দির চত্বরে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। তার পর থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। বাড়ানো হয়েছে নরজদারিও।

আরও পড়ুন: হরিয়ানাতেও তৈরি হবে নাগরিকপঞ্জী; ঘোষণা খট্টরের, সমর্থন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরও

রোহতক রেলওয়ে থানার এসআই নরেন্দ্র সিং সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।”

.