''২০১২-য় আমার সঙ্গে বাল ঠাকরের সাক্ষাত্-এ খুশি হননি সোনিয়া গান্ধী''

Updated By: Oct 16, 2017, 07:33 PM IST
''২০১২-য় আমার সঙ্গে বাল ঠাকরের সাক্ষাত্-এ খুশি হননি সোনিয়া গান্ধী''

সংবাদ সংস্থা : ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইপিএ সরকার রাজত্ব করেছে। সেই সময় কখনও অর্থমন্ত্রক তো কখনও বিদেশ দফতরের দায়িত্বে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ২০১২ সালে মূলত দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর ইচ্ছেতেই তাঁকে রাষ্ট্রপতি করা হয়। চলতি বছরের অগাস্ট মাসে রাষ্ট্রপতি পদ থেকে তিনি অবসর নেন। সম্প্রতি তাঁর লেখা বই 'কোয়ালিশন ইয়ার্স : ১৯৯৬-২০১২' প্রকাশিত হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে উঠে এসেছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উপর বেশ কিছু 'অভিমানের' কথাও। কেউ কেউ আবার এই বিষয়কে অপ্রীতিকর বলছেন। প্রণব লিখেছেন, ''২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার আগে শিবসেনা নেতা বাল ঠাকরের সঙ্গে দেখা করার জন্য আমার ওপর কিছুটা ক্ষুন্ন হয়েছিলেন সোনিয়া।''

আরও পড়ুন- ইউপিএ সরকারে প্রধানমন্ত্রী হিসেবে প্রণবই ছিলেন যোগ্যতম প্রার্থী : মনমোহন সিং

২০১২ সালের ১৩ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে মহারাষ্ট্রে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেখানে তিনি দেখা করেন শিবসেনা প্রধান বাল ঠাকরের সঙ্গে। নিজের বইতে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ''সেদিন বাল ঠাকরের সঙ্গে দেখা করার জন্য আমায় কার্যত বাধ্য করেছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।'' প্রাক্তন রাষ্ট্রপতির লেখায়, ''বিজেপি নেতৃত্বধীন এনডিএ-র জোটসঙ্গী শিবসেনা। তবুও, রাষ্ট্রপতি নির্বাচনে আমায় সমর্থন করার কথা জানিয়েছিলেন শিবসেনা প্রধান।''

প্রণব মুখোপাধ্যায়ের কথায়, ''সৌজন্যতার জন্য দেখা করতে গিয়েছিলাম। জানতাম না আমায় তিনি নির্বাচনে সমর্থন করে বসবেন। আমি কার্যত আশ্চর্য হয়ে গিয়েছিলাম।'' আরও বলেন, ''বাল ঠাকরের সঙ্গে দেখা করার বিষয়টি আমি সোনিয়া গান্ধীকে জানিয়েছিলাম। তিনি তাতে খুশি ছিলেন না।''

.