কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বদল হওয়া উচিত, মন্তব্য জার্মান চ্যান্সেলরের

কাশ্মীরের পরিস্থিতি সম্প্রতি ঘুরে দেখে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ২৩ সাংসদ

Updated By: Nov 2, 2019, 01:35 PM IST
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বদল হওয়া উচিত, মন্তব্য জার্মান চ্যান্সেলরের

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। তার আগে জার্মান সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি সহ্য করা যায় না। এই অবস্থার বদল হওয়া উচিত। এনিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলব।

আরও পড়ুন-ছট পুজো করতে চেয়ে রবীন্দ্র সরোবরে বিক্ষোভ, ভেঙে দেওয়া হল গেটের তালা

কাশ্মীরের পরিস্থিতি সম্প্রতি ঘুরে দেখে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ২৩ সাংসদ। কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর এই প্রথম কোনও বিদেশি প্রতিনিধিদল উপত্যকা ঘুরে গেল। বুধবার শ্রীনগরে কাশ্মীর সফররত ইউরোপীয় ইউনিয়নের ২৩ জনের প্রতিনিধিদলের এক সাংসদ সংবাদমাধ্যমে বলেন, কাশ্মীরে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাস দমন করতে ভারত যা করেছে তাকে সমর্থন করবে ইউনিয়ন।

আরও পড়ুন-পুরভোটের প্রস্তুতি শুরু, নবান্নে মন্ত্রী ও আমলাদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

এদিন সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের সাংসদ হেনরি মালোসে ও থারি মারিয়ানি বলেন, উপত্কার মানুষ শান্তি চান। এখানে উন্নয়ণের একটা লক্ষণ দেখা যাচ্ছে তবে সরকারের কাছ থেকে আরও কিছু আশা করে মানুষ। সাংসদরা আরও বলেন, ৩৭০ ধারা বিলোপ ভারতের নিজস্ব বিষয়।

.