হড়পা বানের পর লাগাতার ধ্বস। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তর সিকিম। শনিবার অন্তত পক্ষে ৪ জন ভারত-তিব্বত সীমান্ত রক্ষী নিহত হয়েছেন। রবিবার আরও দু`জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৬ জন। গত ১৯ জুলাই থেকে টানা বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় ধ্বস নেমে সিকিমের উত্তর অংশ বাকি রাজ্যের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ধ্বসের ফলে চুংথাং আর মাংগনের মধ্যেকার রাস্তা সম্পূর্ণ বন্ধ। ছিন্ন হয়ে গেছে চুংথাং-র সঙ্গে পেডং-এর সংযোগ। অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে লাচেন নদীর দু পাশের এলাকা গুলোয়। লাচেনের জল বেড়ে গিয়ে ইতিমধ্যে ভাসিয়ে নিয়ে গেছে রাংমা আর চুংথাং এলাকার বহু ঘর-বাড়ি। সিকিম রাজ্য সরকার থেকে লাচেন, লাচুং, চুংথাং, মাঙ্গন, দিকচু, সিংতাম আর রংপোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার বায়ুসেনা আকাশ পথে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাদের কাজ ব্যাহত হয়েছে। বায়ু সেনার দু`টি এবং সেনার একটি হেলিকপ্টরকে উদ্ধার কার্যে নিযুক্ত করা হয়েছে।
লাগাতার বৃষ্টি আর ধ্বসে সিকিমে মৃত ৬, নিখোঁজ ১৬