মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে
মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখালেন এক ব্যক্তি। শনিবার দিল্লির বিজ্ঞানভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীনই বিক্ষোভ দেখাতে থাকেন ওই ব্যক্তি। প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য শুরুর আগেই টেবিলের ওপর উঠে জিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জামা খুলে প্রতিবাদ জানাতে থাকেনি তিনি।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর সামনেই বিক্ষোভ দেখালেন এক ব্যক্তি। শনিবার দিল্লির বিজ্ঞানভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীনই বিক্ষোভ দেখাতে থাকেন ওই ব্যক্তি। প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য শুরুর আগেই টেবিলের ওপর উঠে জিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে জামা খুলে প্রতিবাদ জানাতে থাকেনি তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ব্যাক্তি পেশায় আইনজীবী। প্রধানমন্ত্রী অবশ্য এই ব্যাক্তির বিরুদ্ধে কড়া কোন পদক্ষেপ না নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।
অর্থনৈতিক বিকাশের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনের অনুষ্ঠানটিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর্থিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে এশিয়ার দেশগুলির সাফল্য তুলনামূলকভাবে অনেক বেশি বলে মত প্রকাশ করেন তিনি। অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি সংস্থাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার পক্ষেও এ দিন সওয়াল করেন প্রধানমন্ত্রী। শাসন, বিচার ও আইনবিভাগের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি। তবে বিজ্ঞান ভবনের অনুষ্ঠানটির আগে ঘটে যাওয়া বিক্ষোভ অনুষ্ঠানের সুর কিছুটা হলেও কেটে দিয়ে গেল।