Shashi Tharoor: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শশী থারুর!
২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুরি পর কংগ্রেস সভাপতি পদ ছাড়েন রাহুল গান্ধী। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়াই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী যখন পদত্যাগ করেন, তখন থেকেই পূর্ণ মেয়াদের সভাপতির জন্য সওয়াল করছিলেন। এবার নিজেই কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হতে চলেছে শশী থারুর! শুধু তাই নয়, খোদ সোনিয়া গান্ধীই তাঁকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন বলে কংগ্রেস সূত্রে খবর।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভরাডুরি পর কংগ্রেস সভাপতি পদ ছাড়েন রাহুল গান্ধী। এখনও পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় তিনি। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া। কিন্তু স্বাস্থ্যের কারণে পূ্র্ণ মেয়াদের সভাপতি হতে আগ্রহী নন তিনি। তাহলে? নজর ছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার দিকে। কারণ, সভাপতি পদে গান্ধী পরিবারের কাউকে কংগ্রেসের সভাপতি পদে দেখতে চান অনেকেই। বস্তুত, সেই ১৯৯৮ সালে শেষবার গান্ধী পরিবারের বাইরে সভাপতি হয়েছিলেন সীতারাম কেশরী।
আরও পড়ুন: Captain Amrarinder Singh Joins BJP: নিজের তৈরি দলটাই তুলে দিলেন, বিজেপিতে ক্যাপ্টেন অমরিন্দর সিং
এদিন দিল্লিতে বাসভবনে দিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন শশী থারুর। সঙ্গে ছিলেন দীপেন্দ্র হুডা, জয়প্রকাশ অগ্রবাল ও বিজেন্দ্র সিংহের মতো নেতারা। সূত্রের খবর, সেই বৈঠকে নাকি থারুরকে সভাপতি পদে নির্বাচনে লড়তে অনুমতি দিয়েছেন সোনিয়া। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাক তিরুঅনন্তপরমের সাংসদে দলের অভ্যন্তরীণ নির্বাচনে লড়তে আর কোনও বাধাই রইল না। তাঁর বিপক্ষে প্রার্থী হতে পারেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। ভোট হবে ১৭ অক্টোবর।