বিক্ষুব্ধ তৃণমূলদের স্বাগত জানালেন শাকিল আহমেদ

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফায়দা নিতে আসরে কংগ্রেস। তৃণমূলের যাঁরাই কংগ্রেসে আসতে চাইবেন তাঁদের স্বাগত জানালেন এআইসিসি নেতা শাকিল আহমেদ খান। একইসঙ্গে লোকসভা নির্বাচনে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তাঁর দাবি, সবকটি আসনে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

Updated By: Sep 26, 2013, 08:37 PM IST

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ফায়দা নিতে আসরে কংগ্রেস। তৃণমূলের যাঁরাই কংগ্রেসে আসতে চাইবেন তাঁদের স্বাগত জানালেন এআইসিসি নেতা শাকিল আহমেদ খান। একইসঙ্গে লোকসভা নির্বাচনে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তাঁর দাবি, সবকটি আসনে লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।
দলের বিরুদ্ধে সেদিন প্রকাশ্যে মুখ খুলেছিলেন তাঁরা। তৃণমূলের অন্দরের বিদ্রোহের ফায়দা তুলতে এবার তাঁদের কংগ্রেসে আসার আহ্বান জানালেন এআইসিসি নেতা শাকিল আহমেদ খান। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা দলের বিরুদ্ধে মুখ খোলার পরই কংগ্রেস ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন তুঙ্গে। বুধবার শিখা মিত্রের বক্তব্য সেই বিতর্ককে আরও খানিকটা উস্কে দিয়েছে। এই অবস্থায় চব্বিশ ঘণ্টাকে দেওয়া শাকিল আহমেদ খানের দেওয়া একান্ত সাক্ষাতকার নতুন মাত্রা যোগ করল বিতর্কে।
 
জানিয়ে দিলেন তৃণমূলের সঙ্গেও জোট করছেন না তাঁরা।
 

.