আই অ্যাম ইন-ডিএনএ অফ ইন্ডিয়া
বিভিন্ন ভাষায় ৫০০-র ওপর হাইপার-লোকাল সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আসছে জি মিডিয়া কর্পোরেশন। ভারতের প্রথম বহুভাষিক, প্যান-ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম আই অ্যাম ইন-ডিএনএ অফ ইন্ডিয়া। এর সাহায্যে স্থানীয় নিজেদের এলাকার ঘটনাবলি সম্পর্কে মানুষ সরাসরি তাঁদের বক্তব্য জানাতে পারবেন, রিপোর্ট করতে পারবেন, প্রশাসনের প্রতিনিধি ও অন্যান্য নাগরিকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন। ভারতের ৫০০টি স্থানীয় সম্প্রদায় এর মাধ্যমে নিজেদের মধ্যে ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।
বিভিন্ন ভাষায় ৫০০-র ওপর হাইপার-লোকাল সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আসছে জি মিডিয়া কর্পোরেশন। ভারতের প্রথম বহুভাষিক, প্যান-ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম আই অ্যাম ইন-ডিএনএ অফ ইন্ডিয়া। এর সাহায্যে স্থানীয় নিজেদের এলাকার ঘটনাবলি সম্পর্কে মানুষ সরাসরি তাঁদের বক্তব্য জানাতে পারবেন, রিপোর্ট করতে পারবেন, প্রশাসনের প্রতিনিধি ও অন্যান্য নাগরিকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন। ভারতের ৫০০টি স্থানীয় সম্প্রদায় এর মাধ্যমে নিজেদের মধ্যে ও অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।
নাগরিকদের সহযোগিতা, বিধানসভা, স্থানীয় কর্পোরেশন ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গড়ে ওঠে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা। যদি দেশের একটি সম্প্রদায়ের ১০০ কোটি মানুষও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত হতে পারে তাহলেও তা জাতির উন্নতির পথেই বাহিত হবে। দেশের মানুষ উন্নতি চাইলেও এতদিন কোনও তাদেরকে এক জায়গায় নিয়ে এসে উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়নি। প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের বোঝা উচিত যে তারা একা নয় তাদের মত অনেকে রয়েছেন। তাদের নিজেদের আশেপাশেই রয়েছে যারাও দেশের জন্য কিছু করতে চাইছে। সেই সমস্ত মানুষ যারা একরকম ভাবে ভাবছেন তাদের একসঙ্গে যুক্ত করে, তথ্য আদানপ্রদান ও উন্নত প্রযুক্তির সাহায্যে নতুন কিছু করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য।
জি মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বলেন, "আমার দেশের ওপর আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস আমার দেশের জনগণ দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। আমরা শুধু দেশ নিয়ে অভিযোগ করতে থাকি, আমরা বলি আমরা জানি না কী করতে হবে, কীভাবে করতে হবে। আমরা বড় সমস্যার দিকে তাকাই, বুঝতে চাই না যে ছোট ছোট সমস্যা থেকেই বড় সমস্যা তৈরি হয়। ছোট সমস্যার সমাধান হলেই বড় সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের কাজ দেশের মানুষদের সেই ক্ষমতার অধিকারী করে তোলা। গান্ধীজী বলেছিলেন, "সমাজে যেই পরিবর্তন দেখতে চাও তা নিজের মধ্যে নিয়ে এস।" আজ আই অ্যাম ইন-ডিএনএ অফ ইন্ডিয়ার লঞ্চের মাধ্যমে আমরা আশা করছি সেই পরিবর্তন আনা যাবে। উন্নত প্রযুক্তি ও ১০২ কোটি মানুষের সদিচ্ছায় এটা সম্ভব হবে।"
আই অ্যাম ইন দ্বারা সেইসব মানুষদের খোঁজা হবে যাঁরা একসঙ্গে এসে দেশের জন্য নতুন কিছু করতে চান। আপনি নিজের এলাকার বা আশেপাশের এলাকার ভলান্টিয়ার হয়ে সেই এলাকার মুখ হতে পারেন। ২০০টি এলাকায় ভলান্টিয়ার খোঁজার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। শুধু আপনাকে একটি সিটিজেন ডিএনএ টেস্টে সই করতে হবে প্রমাণ দিতে হবে আপনার মধ্যে সেচ্ছাসেবক হওয়ার একাগ্রতা রয়েছে।
জি মিডিয়া কর্পোরেশনের গ্রুপ সিইও ভাস্কর দাস বলেন, "আজ আমরা ভারতে প্রচুর উদ্যোগ দেখতে পাই, একটু কিছু বেশি করে দেখানোর তাগিদ দেখতে পাই। যদি সেই উদ্যোগ আমরা কাজে লাগাতে না পারি তাহলে সেই নতুন কিছু কখনই হবে না। আমাদের মধ্যে থেকে নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলতে হবে। আই অ্যাম ইন-ডিএনএ অফ ইন্ডিয়া সেই উদ্যোগকে কাজে লাগানোর জন্য যার দ্বারা উন্নততর, পরিচ্ছন্ন, সুরক্ষিত এলাকা তৈরি হবে। হাজার হাজার মানুষের তৈরি এক একটা স্থানীয় নেটওয়র্ক যদি একই উদ্দেশ্য নিয়ে নিজেদের এলাকায় কাজ করে তাহলে দেশে পরিস্থিতি বদলাবেই।"