কেঁচো খুড়তে কেউটে- তল্লাশি চালিয়ে উদ্ধার ৩.৫ কোটি টাকা, ঘুষ নিয়ে গ্রেফতার রাজস্থানের খনি সচিব
বিজেপি শাসিত রাজস্থানে বড় ঘুষ কেলেঙ্কারি। অবৈধ খনি ফের চালু করিয়ে দেওয়ার জন্য ঘুষ নিয়ে গ্রেফতার হলেন খনি দফতরের প্রধান সচিব অশোক সিঙ্ঘভিকে। গতকাল সন্ধেয় জয়পুরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর ভোর ৩টে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সেই সঙ্গে গ্রেফতার করা হল পাঁচজনকে।
ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজস্থানে বড় ঘুষ কেলেঙ্কারি। অবৈধ খনি ফের চালু করিয়ে দেওয়ার জন্য ঘুষ নিয়ে গ্রেফতার হলেন খনি দফতরের প্রধান সচিব অশোক সিঙ্ঘভিকে। গতকাল সন্ধেয় জয়পুরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর ভোর ৩টে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সেই সঙ্গে গ্রেফতার করা হল পাঁচজনকে।
রাজ্যের দুই জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার হয় নগর সাড়ে ৩ কোটি টাকা। এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অবৈধ খনি ঘুষ নিয়ে ফের চালু করার অভিযোগের তদন্তে নেমে উদয়পুর ও ভিলওয়ারা সহ মোট তিন জায়গায় চিরুনি তল্লাসি চালানো হয়। তারপরই কেঁচো খুড়তে বেরিয়ে আসে কেউটে।
রাজস্থান পুলিশের দুর্নীতিদমন শাখা ঘটনার তদন্তে নামে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন খনি দফতরের অতিরিক্ত অধিকর্তা পঙ্কজ গেহলটসহ আরও একজন।