কপাল ফিরবে শশীর! মাথায় ব্যান্ডেজ নিয়ে ভোট প্রদান করলেন কংগ্রেসের এই হেভিওয়েট প্রার্থী

শশীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কুম্মানাম রাজশেখরনকে। মিজোরামের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে তিরুঅন্তপুরম কেন্দ্রে দাঁড়িয়েছেন

Updated By: Apr 23, 2019, 10:57 AM IST
কপাল ফিরবে শশীর! মাথায় ব্যান্ডেজ নিয়ে ভোট প্রদান করলেন কংগ্রেসের এই হেভিওয়েট প্রার্থী
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: কপাল ফেটেছিল আগেই। আজ তাঁর কপাল খোলে কিনা, তারই ভাগ্য পরীক্ষা। হ্যাঁ, বলা হচ্ছে কংগ্রেস সাংসদ শশী থারুরের কথা। ক’দিন আগেই মন্দিরে তুলাভরম করতে গিয়ে দাঁড়িপাল্লা ভেঙে একেবারে মাথায় পড়ে। গুরুতর চোট পান। ৯টা সেলাইও হয়। আজ, মাথায় ব্যান্ডেজ দিয়ে ভোট প্রদান করলেন তিরুঅন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী থারুর।

শশীর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে মিজোরামের প্রাক্তন রাজ্যপাল কুম্মানাম রাজশেখরনকে। মিজোরামের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে তিরুঅন্তপুরম কেন্দ্রে দাঁড়িয়েছেন। মনে করা হচ্ছে, শশী থারুরকে জোর টক্কর দেওয়ার ক্ষমতা রাখছেন কুম্মানাম। যদিও শশী থারুরের দাবি, এবারের লড়াইটা তাঁর কাছে অনেকটাই সোজা। গত বার স্ত্রী সুনন্দ পুষ্করের মৃত্যু নিয়ে একাধিক অভিযোগে জর্জরিত ছিলেন শশী থারুর।

আরও পড়ুন- ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেও টিকিট মেলেনি কপিলের, শেষ লগ্নে জায়গা পেলেন বক্সার বিজেন্দ্র 

তিরুঅন্তপুরম লোকসভা কেন্দ্রে যদিও বিজেপি কোনও দিন দাঁত ফোঁটাতে পারেনি। ২০০৯ সাল থেকে ওই কেন্দ্রের সাংসদ শশী থারুর। তবে, গতবার ওই কেন্দ্রে ২০ শতাংশ ভোট বেড়েছে বিজেপির। শশী থারুর বিজেপির থেকে মাত্র ১৫ হাজার ব্যবধানে ভোটে জয়ী হন। সেক্ষেত্রে, মিজোরামেরর প্রাক্তন রাজ্যপাল কুম্মানামকে ভোটে দাঁড় করিয়ে বিজেপি তুরুপের তাস খেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, আজ রাহুল গান্ধীর কেন্দ্র ওয়াইনাডেও চলছে ভোটগ্রহণ।  

.