আততায়ীদের গুলিতে বিহারে প্রাণ গেল সাংবাদিকের
আততায়ীদের গুলিতে প্রাণ গেল এক সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে বিহারের রহতাস জেলায়। মৃতের নাম ধর্মেন্দর সিং। তিনি হিন্দী পত্রিকা দৈনিক ভাস্করের প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।
Updated By: Nov 12, 2016, 05:14 PM IST
ওয়েব ডেস্ক : আততায়ীদের গুলিতে প্রাণ গেল এক সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে বিহারের রহতাস জেলায়। মৃতের নাম ধর্মেন্দর সিং। তিনি হিন্দী পত্রিকা দৈনিক ভাস্করের প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন- বিহারে সাংবাদিক খুনের ঘটনায় আটক ২
জানা গেছে, ধর্মেন্দর সিং আজ সকালে রাস্তার ধারের একটি চায়ের দোকানে বসে ছিলেন। ঠিক সেই সময় কয়েকজন আততায়ী তাঁর ওপর হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
চলতি বছরের মে মাসে ঝাড়খণ্ডের সিওয়ানে খুন হন হিন্দুস্থান পত্রিকার সাংবাদিক রাজদেও রঞ্জন। বর্তমানে সেই কেসটির তদন্তের দায়িত্বে রয়েছে CBI।