Bilkis Bano Case | Supreme Court: আবেদন খারিজ! বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের...

চলতি বছরের গোড়ায় বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের ফের জেলে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ে গুজরাট সরকার। এরপর সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন দায়ের করে মোদীর রাজ্য়ের সরকার। যে পিটিশনে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে 'খারাপ মন্তব্য' পুর্নবিবেচনার আর্জি জানানো হয়। সেই আবেদনই খারিজ হয়ে গেল আজ, বৃহস্পতিবার।  

Updated By: Sep 26, 2024, 11:23 PM IST
Bilkis Bano Case | Supreme Court: আবেদন খারিজ! বিলকিস মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: বিলকিস বানো মামলায় 'চরম পর্যবেক্ষণ' প্রত্যাহার নয়! সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল গুজরাট সরকারের আবেদন। দুই বিচারপতি বি ভি নাগরত্ন এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, 'রিভিউ পিটিশন খুব ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। সবশেষে এটা বলা যায়, সুপ্রিম নির্দেশে কোনও ত্রুটি ছিল না, তাই নতুন করে বিবেচনার প্রয়োজন নেই। এই রিভিউ পিটিশনের কোনও ভিত্তি নেই'। 

আরও পড়ুন:  Bengaluru Murder Case: ঘন ঘন ফোন, ঘনিষ্ঠ সম্পর্ক! মুক্তির সুইসাইড নোটে ভয়ংকর তথ্য, মৃত্যুর আগে লেখা...

ঘটনাটি ঠিক কী? চলতি বছরের গোড়ায় বিলকিস বানো মামলায় ধর্ষকদের জামিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের ফের জেলে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, আদালতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়ে গুজরাট সরকার। এরপর সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন দায়ের করে মোদীর রাজ্য়ের সরকার। যে পিটিশনে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে 'খারাপ মন্তব্য' পুর্নবিবেচনার আর্জি জানানো হয়। সেই আবেদনই খারিজ হয়ে গেল আজ, বৃহস্পতিবার।

এর আগে,  বিলকিস বানো ধর্ষণ মামলা ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্টই। এরপর সাজার মেয়াদ শেষে আগেই মুক্তির দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্তদের একজন। তখন শীর্ষ আদালত রায় দেয়, গুজরাট সরকার চাইলে ধর্ষকদের মুক্তি দিতে পারে। সেই রায়েই মুক্তি পেয়ে যায় ১১ জন ধর্ষক। কবে? ২০২২ সালের ১৫ অগাস্ট।

এদিকে গুজরাট সরকারের সিদ্ধান্তে প্রতিবাদে ঝড় ওঠে দেশজুড়ে। রায় পুর্নবিবেচনার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। স্রেফ রায় খারিজই নয়, চলতি বছরের জানুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ধর্ষকদের মুক্তি দেওয়া সংক্রান্ত নির্দেশের অপব্যবহার হয়েছে। নিজের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। সঙ্গে নির্দেশ, ১৪ দিনের মধ্যেই ফের জেলে ফিরে আসতে হবে ১১ জন অপরাধীকে। তীব্র ভর্ৎসনা করা হয় গুজরাট সরকারকেও।

আরও পড়ুন:  Bihar: বীভৎস! বেঁচে থাকার পুজো দিতে গিয়েই মর্মান্তিক মৃত্যু, সলিলসমাধি ৩৭ শিশু-সহ ৪৬ জনের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.