সাংবিধানিক বেঞ্চেই তিন তালাক শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

'তিন তালাক' ইস্যুতে সাংবিধানিক বেঞ্চকেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিল ভারতের শীর্ষ আদালত। বিচারপতি সিজেআই খারের ডিভিশন বেঞ্চ আজ জানিয়ে দেয় 'তিন তালাক' ইস্যু নিয়ে যাবতীয় কিছু শুনবে সাংবিধানিক বেঞ্চ। 'তিন তালাক', 'পলিগ্যামি' এবং 'নিকাহ্‌ হালালা' বৈধ কিনা, এবিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সাংবিধানিক বেঞ্চই। ১১ মে, ২০১৭ এই মামলা শুনবে সাংবিধানিক বেঞ্চ। 

Updated By: Mar 30, 2017, 04:20 PM IST
সাংবিধানিক বেঞ্চেই তিন তালাক শুনানি, জানাল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: 'তিন তালাক' ইস্যুতে সাংবিধানিক বেঞ্চকেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিল ভারতের শীর্ষ আদালত। বিচারপতি সিজেআই খারের ডিভিশন বেঞ্চ আজ জানিয়ে দেয় 'তিন তালাক' ইস্যু নিয়ে যাবতীয় কিছু শুনবে সাংবিধানিক বেঞ্চ। 'তিন তালাক', 'পলিগ্যামি' এবং 'নিকাহ্‌ হালালা' বৈধ কিনা, এবিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সাংবিধানিক বেঞ্চই। ১১ মে, ২০১৭ এই মামলা শুনবে সাংবিধানিক বেঞ্চ। 

১৬ ফেব্রুয়ারি ভারতের শীর্ষ আদালত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এবং সমস্ত নারী অধিকার সংস্থাগুলোকে 'তিন তালাক', 'পলিগ্যামি' এবং 'নিকাহ্‌ হালালা'-এই তিন ইস্যুতে লিখিত মতামত জানানোর নির্দেশ দিয়েছিল। আজ আদালত সমস্ত বিষয়ে পর্যালোচনার পর জানায়, "এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমরা তাড়াহুড়ো করতে পারি না। গোটা বিষয়টি তারতম্যে ভরা। প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিবেচনার পরই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে"।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের তরফ থেকে ভারতের সর্বোচ্চ আদালতের কাছে লিখিত ভাবে আর্জি জানানো হয়, যেন আদালত  'তিন তালাক' ইস্যুকে গভীর দৃষ্টি দিয়ে বিবেচনা করেন। তাদের দাবি, 'তিন তালাক বন্ধ করে দিলে ভারতীয় সমাজে বিপন্নতায় ভুগবে মুসলিম সম্প্রদায়, অবলুপ্তি হতে পারে ইসলাম সংস্কৃতির"। উল্লেখ্য, গোটা দেশে তিন তালাক নিয়ে অনেক মুসলিম মহিলাই সোচ্চার হয়েছেন। ২৪ ঘণ্টা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তালাকপ্রাপ্তা এক গর্ভবতী মুসলিম মহিলার চিঠি তামাম ভারতে আলোড়ন তৈরি করেছিল। সেই রেশ এখনও চলছে। 

.