স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯,৫০০ পদে নিয়োগ

এই মুহূর্তে দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে ব্যাঙ্কটির। এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশই 'এন্ট্রি লেভেল'-এর।

Updated By: Jan 22, 2018, 11:38 AM IST
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯,৫০০ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদন: ৯,৫০০ পদে নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এসবিআই-এর জুনিয়র অ্যাসিসট্যান্ট পদে ও সেলস ফাংশন বিভাগে এই নিয়োগ হতে চলেছে। বিগত পাঁচ বছরের নিরিখে এটিই হতে চলেছে এসবিআই-এর সর্ববৃহত্ নিয়োগ।

পাঁচ সহযোগী ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়ার পর কর্মী ছাঁটাই ও স্বেচ্ছাবসর মিলিয়ে প্রায় ১০ হাজারের বেশী কর্মী সংখ্যা কমেছিল দেশের সর্ববৃহত্ জাতীয় ব্যাঙ্কটির। ফলে, এই মুহূর্তে দেশ জুড়ে হাজার হাজার শূন্যপদ তৈরি হয়েছে ব্যাঙ্কটির। এই শূন্যপদগুলির মধ্যে অধিকাংশই 'এন্ট্রি লেভেল'-এর। ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ায় ব্যাঙ্কের প্রশাসনিক ক্ষেত্রে কর্মী চাহিদা কমলেও, সরাসরি গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কর্মীদের প্রয়োজনীয়তা বেড়েছে।

কীভাবে আবেদন করবেন?

bank.sbi/careers অথবা sbi.co.in/careers ওয়েবসাইটে নিয়োগের পদ্ধতি সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন- মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য-

  • চলতি বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়া।
  • আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
  • এসবিআই ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার পাওয়া যাবে (সম্ভবত) ১ মার্চ'২০১৮।
  • এসবিআই ক্লার্ক পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে (সম্ভবত) মার্চ/এপ্রিল'২০১৮।
  • মেইন পরীক্ষার কল লেটার পাওয়া যাবে (সম্ভবত) ২৬ এপ্রিল'২০১৮।
  • মেইন পরীক্ষা হবে (সম্ভবত) ১২ মে'২০১৮।
.