মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন ওমপ্রকাশ রাওয়াত

১৯৭৭-এর মধ্যপ্রদেশ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস ওমপ্রকাশ রাওয়াত। চাকরিকালে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বহু দফতরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন।

Updated By: Jan 21, 2018, 10:35 PM IST
মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন ওমপ্রকাশ রাওয়াত

নিজস্ব প্রতিবেদন : মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন ওমপ্রকাশ রাওয়াত। আগামী ২৩ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সোমবার অবসর গ্রহণ করছেন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অচলকুমার জ্যোতি। তারই স্থতাভিসিক্ত হচ্ছেন তিনি।

আরও পড়ুন- প্রয়োজনে শত্রুপক্ষের মাটিতে নেমে আঘাত করতে পারে ভারত : রাজনাথ সিং

১৯৭৭-এর মধ্যপ্রদেশ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস ওমপ্রকাশ রাওয়াত। চাকরিকালে তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বহু দফতরে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ১৯৮৩-৮৬ পর্যন্ত তিনি নরসিংহপুর ও ১৯৮৬-৮৮ সাল পর্যন্ত ইন্দোরের জেলাশাসকের দায়িত্ব সামলেছেন রাওয়াত। নর্মদা উপত্যকা উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৩ সালে অবসর গ্রহণ করেন রাওয়াত। বর্তমানে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।

.