জয়ললিতার পর দলের দায়িত্ব নিলেন শশীকলা

জয়ললিতার শূন্যস্থান পূরণ করলেন শশীকলা। সকালে ADMK প্রতিষ্ঠাতা, MG রামচন্দ্রণের মুর্তিকে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তারপর জয়ললিতার দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। জয়ললিতার মধ্যে MGR-এর ছায়া দেখেছেন ADMK কর্মী সমর্থকরা। তেমনই শশীকলার মধ্যে জয়ললিতার ছায়া দেখবেন তাঁরা। শশীকলার নেতৃত্ব গ্রহণ নিয়ে বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসেলভম।

Updated By: Dec 31, 2016, 03:50 PM IST
জয়ললিতার পর দলের দায়িত্ব নিলেন শশীকলা

ওয়েব ডেস্ক: জয়ললিতার শূন্যস্থান পূরণ করলেন শশীকলা। সকালে ADMK প্রতিষ্ঠাতা, MG রামচন্দ্রণের মুর্তিকে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তারপর জয়ললিতার দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন। জয়ললিতার মধ্যে MGR-এর ছায়া দেখেছেন ADMK কর্মী সমর্থকরা। তেমনই শশীকলার মধ্যে জয়ললিতার ছায়া দেখবেন তাঁরা। শশীকলার নেতৃত্ব গ্রহণ নিয়ে বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পনিরসেলভম।

আরও পড়ুন শ্রমিক বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি

প্রসঙ্গত, জয়ললিতার মৃত্যুর ক’দিন পর থেকেই তামিলনাড়ুর রাজনীতি এবং এডিএমকে-দলের অন্দরেই চলছিল জোর জল্পনা। প্রিয় নেত্রীর পর কে ধরবেন দলের হাল? কে নিয়ে যাবেন এডিএমকে-কে এগিয়ে? অবশেষে সমস্ত জল্পনার অবসান। এখন দল চালাবেন শশীকলাই।

আরও পড়ুন  রাজনৈতিক প্রতিহিংসার শিকার দল, তাপস পাল গ্রেফতারের পর, এই স্ট্র্যাটেজিতেই তৃণমূল

.