শ্রমিক বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি

গতকালকের ঘটনা। কিন্তু এখনও উত্তপ্ত রাজমহল কয়লা খনি। সেখানকার শ্রমিকদের ক্ষোভ এবং রাগ কমছে না কিছুতেই। ১৩ জন সহকর্মীর মৃত্যু হয়েছে। তাই ক্ষোভ প্রশমিত হচ্ছে না কিছুতেই। শ্রমিক বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি। নিজেদের হেফাজতে নিয়েও ম্যানেজার প্রমোদ কুমারকে ছেড়ে দেওয়ায় CISF-কে ঘিরে বিক্ষোভ।

Updated By: Dec 31, 2016, 03:38 PM IST
শ্রমিক বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি

ওয়েব ডেস্ক: গতকালকের ঘটনা। কিন্তু এখনও উত্তপ্ত রাজমহল কয়লা খনি। সেখানকার শ্রমিকদের ক্ষোভ এবং রাগ কমছে না কিছুতেই। ১৩ জন সহকর্মীর মৃত্যু হয়েছে। তাই ক্ষোভ প্রশমিত হচ্ছে না কিছুতেই। শ্রমিক বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি। নিজেদের হেফাজতে নিয়েও ম্যানেজার প্রমোদ কুমারকে ছেড়ে দেওয়ায় CISF-কে ঘিরে বিক্ষোভ।

আরও পড়ুন যুবরাজ এবং রায়না খেলবেন ডি ওয়াই পাতিল টি২০ প্রতিযোগিতায়

শ্রমিকদের অভিযোগ, বিপদ হবে জেনেও খনিতে নামতে শ্রমিকদের চাপ দেন ম্যানেজার প্রমোদ কুমার। দুর্ঘটনার পর পুলিস ও CISF-ই কায়দা করে বের করে নিয়ে যায় ম্যানেজারকে। বৃহস্পতিবার গোড্ডা জেলার লালমাটিয়ায় রাজমহল কয়লাখনিতে ধস নেমে মারা যান ১৩ জন শ্রমিক।

আরও পড়ুন  ব্ল্যাক ক্যাপদের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ

.