Eknth Shinde | Maharashtra: শিন্ডে সরকারের 'মৃত্যু পরোয়ানা' জারি হয়েছে, দাবি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের
তিনি দাবি করেছেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার ৪০ জন বিধায়কের সরকার ১৫-২০ দিনের মধ্যে ভেঙে পড়বে। এই সরকারের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। কে এতে স্বাক্ষর করবে তা এখন সিদ্ধান্ত নেওয়া হবে’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত রবিবার দাবি করেছেন যে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের ‘মৃত্যু পরোয়ানা’ জারি করা হয়েছে এবং এটি আগামী ১৫-২০ দিনের মধ্যে ভেঙে পড়বে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এর অন্যতম প্রধান নেতা রাউত বলেছিলেন যে তার দল আদালতের আদেশের জন্য অপেক্ষা করছে এবং ন্যায়বিচার করা হবে বলে আশা করছে। রাজ্যসভার সদস্য ঠাকরে নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহকারী ১৬ জন শিবসেনা বিধায়কের (শিন্দের দলের) অযোগ্যতা চাওয়া সহ একটি আবেদনের মুলতুবি থাকা সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করছিলেন।
তিনি দাবি করেছেন, ‘বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার ৪০ জন বিধায়কের সরকার ১৫-২০ দিনের মধ্যে ভেঙে পড়বে। এই সরকারের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। কে এতে স্বাক্ষর করবে তা এখন সিদ্ধান্ত নেওয়া হবে’।
শিবসেনা (ইউবিটি) নেতা এর আগে দাবি করেছিলেন যে ফেব্রুয়ারিতে শিন্ডে সরকারের পতন হবে।
গত বছরের জুনে, শিন্ডে এবং ৩৯ জন বিধায়ক সেনা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন যার ফলে ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি সরকার (যা এনসিপি এবং কংগ্রেসও নিয়ে গঠিত) দলের পতন ঘটে।
আরও পড়ুন: Amritpal Singh Arrest: আত্মসমর্পণ নয়, পুলিসি অভিযানেই গ্রেফতার অমৃতপাল; জানালেন পঞ্জাবের আইজিপি
শিন্ডে পরে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট বাঁধেন।
৩০ জুন, ২০২২ সালে, শিন্ডে তার ডেপুটি হিসাবে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
সুপ্রিম কোর্ট গত মাসে রাজ্যে গত বছরের রাজনৈতিক সঙ্কটের সঙ্গে সম্পর্কিত উদ্ধব ঠাকরে এবং সিএম একনাথ শিন্ডের গোষ্ঠীর ক্রস-পিটিশনের একটি ব্যাচের রায় সংরক্ষণ করে।