কেরলে সিপিএমের পোস্টারে কিম জং উন, টুইট করলেন সম্বিত পাত্র
টুইটারে সিপিএমের পোস্টারের ছবি পোস্ট করে আক্রমণ শানালেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।
নিজস্ব প্রতিবেদন: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছে কেরল সিপিএম। এমনই অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র।
টুইটারে ছবি পোস্ট করে বিজেপি মুখপাত্রের দাবি, কেরলে সিপিএমের পোস্টাপরে জায়গা পেয়েছেন কিম-জং-উন!! এতে অবাক হওয়ার কিছুই নেই। কেরলকে বিরোধীদের বধ্যভূমি তৈরি করে ফেলেছে ওরা। আশা করি, বামেরা এবার বিজেপি ও আরএসএস-এর দফতরে ক্ষেপণাস্ত্র মারার পরিকল্পনা করছে না।''
Kim Jong-un finds place in CPM’s posters in Kerala!!
No wonder they have converted Kerala into Killing fields for their opponents
Hope the left is not planning to launch missiles at the RSS,BJP offices as their next gruesome agenda pic.twitter.com/6LHf1dVtAy
— Sambit Patra (@sambitswaraj) December 17, 2017
সাম্প্রতিককালে কেরলে আরএসএস ও বিজেপি কর্মীদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। সে রাজ্যে জন রক্ষা যাত্রাও করেছেন দলের নেতারা। অমিত শাহ ও যোগী আদিত্যনাথও ওই যাত্রায় সামিল হয়েছিলেন। উল্লেখ্য, সম্বিত পাত্রের টুইটার অ্যাকাউন্টের ছবিটির সত্যতা যাচাই করেনি ২৪ ঘণ্টা ডট কম।