হজ-ভর্তুকি নিয়ে মুখ খুললেন কৃষ্ণ

হজ যাত্রীদের ওপর সরকারি ভর্তুকি তুলে দেওয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। দেশের শীর্ষ আদালত চূড়ান্ত রায় দেওয়ার পরই ভর্তুকি কমানোর বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানান বিদেশমন্ত্রী। আজ হজ সংক্রান্ত এক সর্বভারতীয় সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

Updated By: May 22, 2012, 07:30 PM IST

হজ যাত্রীদের ওপর সরকারি ভর্তুকি তুলে দেওয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। দেশের শীর্ষ আদালত চূড়ান্ত রায় দেওয়ার পরই ভর্তুকি কমানোর বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে বলে জানান বিদেশমন্ত্রী। আজ হজ সংক্রান্ত এক সর্বভারতীয় সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। 
আগামী ১০ বছরের মধ্যে পর্যায়ক্রমে হজযাত্রীদের জন্য সরকারি ভর্তুকি তুলে দেওয়ার বিষয়ে সম্প্রতি অন্তবর্তী নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি হজযাত্রীদের সঙ্গে সফরে যাওয়া সরকারি প্রতিনিধিদের সংখ্যা কমানোর নির্দেশ এবং কী পদ্ধতিতে হজযাত্রীদের নির্বাচন করা হয়, সে বিষয়েও প্রশ্ন তোলে বিচারপতি আলতামাস কবীর এবং বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ। জানতে চাওয়া হয় চলতি বছরের হজ যাত্রায় মোট সরকারি ভর্তুকির অঙ্কও। ইতিমধ্যেই শীর্ষ আদালতের বৃহত্তর বেঞ্চে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর প্রস্তুতি শুরু করেছে মনমোহন সিং সরকার।

.