লালু প্রসাদের দুঃসময় অব্যাহত, আরজেডি ছেড়ে বেড়িয়ে এলেন ১৩ বিধায়ক

লালু প্রসাদ যাদবের দুঃসময় অব্যাহত। বড়সড় ঝটকার মুখে তিনি ও তাঁর রাষ্ট্রীয় জনতা দল। লোকসভা নির্বাচনের আগেই তাঁর দলের ১৩জন বিধায়ক দল ছেড়ে বেড়িয়ে গেলে। শুধু তাই নয় এই ১৩ জন সম্ভবত যোগ দিচ্ছেন শরদ যাদবে জেডিইউ-এ।

Updated By: Feb 24, 2014, 06:13 PM IST

লালু প্রসাদ যাদবের দুঃসময় অব্যাহত। বড়সড় ঝটকার মুখে তিনি ও তাঁর রাষ্ট্রীয় জনতা দল। লোকসভা নির্বাচনের আগেই তাঁর দলের ১৩জন বিধায়ক দল ছেড়ে বেড়িয়ে গেলে। শুধু তাই নয় এই ১৩ জন সম্ভবত যোগ দিচ্ছেন শরদ যাদবে জেডিইউ-এ।

এই ১৩ জন বিধায়ক বিহার বিধানসভার অধক্ষ্যকে অনুরোধ করছেন তাঁদের আলাদা ভাবে চিহ্নিত করতে।

লালু প্রসাদ যাদব এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। বিহার বিধানসভায় তাঁর সঙ্গে বর্তমানে ২২জন বিধায়ক রয়েছেন।

গত বছর পশুখাদ্য কেলেঙ্কারিতে জরিত থাকার অপরাধে পাঁচ বছরের জেল হয় আরজেডি সুপ্রিমোর। বর্তমানে তিনি জামিনে আছেন।

ইতিমধ্যে শোনা যাচ্ছে লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন। অবশ্য রামবিলাস পুত্র জানিয়েছেন এখনই এই রকম কোনও সিদ্ধান্ত নেননি তাঁরা। এনডিএ-এর প্রাক্তন সঙ্গী রামবিলাস গুজরাত দাঙ্গার পর ২০০২ সালে জোট ছেড়ে বেড়িয়ে আসেন।

.