জলদস্যুতার অভিযোগ থেকে মুক্ত দুই ইতালীয় নাবিক, দুই ভারতীয় মৎস্যজীবীকে হত্যার অপরাধে অভিযুক্ত নাবিক দ্বয়ের মৃত্যুদণ্ড হচ্ছে না

জলদস্যুর তকমা থেকে মুক্তি পেলেন দুই ইতালীয় নাবিক। সোমবার কেন্দ্র সুপ্রিমকোর্টে জানিয়েছে ২০১২ সালে কেরালার উপকূল অঞ্চলে দুই ভারতীয় মৎসজীবীকে হত্যার অপরাধে অভিযুক্ত এই দুই নাবিকের বিরুদ্ধে জলদস্যুতার মামলা দায়ের করা হবে না। ফলে তাঁদের বিরুদ্ধে দুই মৎসজীবীকে হত্যার অভিযোগ প্রমাণিত হলেও মৃত্যদণ্ড হবে না এই দুই নাবিকের।

Updated By: Feb 24, 2014, 03:37 PM IST

জলদস্যুর তকমা থেকে মুক্তি পেলেন দুই ইতালীয় নাবিক। সোমবার কেন্দ্র সুপ্রিমকোর্টে জানিয়েছে ২০১২ সালে কেরালার উপকূল অঞ্চলে দুই ভারতীয় মৎসজীবীকে হত্যার অপরাধে অভিযুক্ত এই দুই নাবিকের বিরুদ্ধে জলদস্যুতার মামলা দায়ের করা হবে না। ফলে তাঁদের বিরুদ্ধে দুই মৎসজীবীকে হত্যার অভিযোগ প্রমাণিত হলেও মৃত্যদণ্ড হবে না এই দুই নাবিকের।

ইতালির সরকার শীর্ষ আদালতে এই বিষয়ে এনআইএ-এর তদন্তের অধিকার নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল। সুপ্রিমকোর্ট এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জানিয়েছে।

শেষ শুনানিতে নাবিকদের পক্ষের উকিল দাবি করেছিলেন সুপ্রিমকোর্টের নির্দেশ ব্যাতিত কেন্দ্র এই বিষয়ে কোনও পদক্ষেপই নিতে পারে না। কেন্দ্র যতদিন না পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত তাঁর মক্কেলদের দেশে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বিচারবিভাগীয় বেঞ্চ জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানিতে এই আবেদন খতিয়ে দেখা হবে।

২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি কেরালার উপকূল অঞ্চলে লাটোরে ও গিরোনে নামের দুই ইতালীয় নাবিকের গুলিতে প্রাণ হারান দুই ভারতীয় মৎস্যজীবী। অভিযুক্ত দুই নাবিক দাবি করেন তাঁরা ওই মৎস্যজীবীদের জলদস্যু ভেবে ভুল করেছিলেন। ওই বছরেরই ১৯ ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত নাবিকদের।

.