আজ ফল ঘোষণা ICSE, ISC-র

কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে দেরি হবে ICSE, ISC এর ফল প্রকাশে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হল এই খবর 'গুজব', ঘোষণা অনুযায়ী আজই বেরোবে ICSE, ISC-এর রেজাল্ট। দুপুর ৩টেয় ফল প্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন।

Updated By: May 6, 2016, 01:28 PM IST
আজ ফল ঘোষণা ICSE, ISC-র

ওয়েব ডেস্ক: কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে দেরি হবে ICSE, ISC এর ফল প্রকাশে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হল এই খবর 'গুজব', ঘোষণা অনুযায়ী আজই বেরোবে ICSE, ISC-এর রেজাল্ট। দুপুর ৩টেয় ফল প্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন।

দেরিতে ফল বেরোনোর গুজব ছড়িয়ে পড়ায় ছাত্র-ছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েছিল। সেই সমস্যা কাটিয়ে আজই বেরোচ্ছে ফল। বরং এবার নতুন পদ্ধতি  LICR বা Live Ink Character Recognition ব্যবহার করায় অন্যান্য বছরের তুলনায় দু'সপ্তাহ আগেই প্রকাশ হচ্ছে ফল। ৩টের পর থেকেই ছাত্র-ছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে ICSE-এর ওয়েবসাইটে।

রেজাল্ট পেতে কী কী করবেন:-

১. লগ ইন করুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org or careers.cisce.org

২. ক্লিক করুন Career পোর্টালে। সেখানে দিতে হবে ছাত্র-ছাত্রীদের প্রিন্সিপ্যাল লগ ইন আই ডি ও পাসওয়ার্ড।

৩. Examination Sytem এ গিয়ে সিলেক্ট করতে হবে পরীক্ষা।

৪. ক্লিক করুন Reports।

৫. স্কুলের রেজাল্ট টেবিউলেশন দেখতে ক্লিক করুন  Result Tabulatio-এ।

৬. প্রিন্ট করতে ক্লিক করুন Comparison Table-e।

SMS-এর মাধ্যমে ফল জানতে:-

১. ICSE লিখে স্পেস দিয়ে টাইপ করুন ৭ ডিজিটের Unique ID

২. পাঠিয়ে দিন 09248082883 নম্বরে।

 

.