ধূমপান করলে ৭ বছরের জেল!

সাবধান। সাবধান। সাবধান। সিগারেটের মুখাগ্নি করার আগে চারপাশটা ভালো করে দেখে নিন, আপনার ধারের কাছে কোনও শিশু নেই তো? আশেপাশে শিশু রয়েছে এমন অবস্থায় সিগারেটে সুখটান দিচ্ছেন, ধরা পড়লেই ৭ বছরের জেল। এমনকি সিগারেট কেনার সময়ও কোনও শিশুকে নিয়ে সিগারেট কিনছেন, ধরা পড়লেই শাস্তি হবে ৭ বছর জেল।

Updated By: May 6, 2016, 01:27 PM IST
ধূমপান করলে ৭ বছরের জেল!

ওয়েব ডেস্ক: সাবধান। সাবধান। সাবধান। সিগারেটের মুখাগ্নি করার আগে চারপাশটা ভালো করে দেখে নিন, আপনার ধারের কাছে কোনও শিশু নেই তো? আশেপাশে শিশু রয়েছে এমন অবস্থায় সিগারেটে সুখটান দিচ্ছেন, ধরা পড়লেই ৭ বছরের জেল। এমনকি সিগারেট কেনার সময়ও কোনও শিশুকে নিয়ে সিগারেট কিনছেন, ধরা পড়লেই শাস্তি হবে ৭ বছর জেল।

নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মানেকা গান্ধী এই সাবধানী বার্তাকে পৌঁছে দিতে চান সকলের কাছে। এমনকি সিগারেটের প্যাকেটেও এই সতর্ক বার্তা রাখার কথা জানিয়েছেন তিনি। তবে ক্যাবিনেটে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। 

.