২ প্রধান জাতীয় দলের উত্থানে ভ্যানিশ আঞ্চলিক দলগুলি; রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে বিজেপি

পাঁচ রাজ্যের ভোটে উত্থান ২ প্রধান জাতীয় দলের। কার্যত হারিয়ে গেল আঞ্চলিক দলগুলি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়। পঞ্জাব ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। গোয়ায় ভাল ফল কংগ্রেস। মণিপুরেও হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির। সপা, বসপা, অকালি দল, আম আদমি পার্টি সকলেই ধরাশায়ী।

Updated By: Mar 11, 2017, 11:46 AM IST
২ প্রধান জাতীয় দলের উত্থানে ভ্যানিশ আঞ্চলিক দলগুলি; রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার পথে  বিজেপি

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটে উত্থান ২ প্রধান জাতীয় দলের। কার্যত হারিয়ে গেল আঞ্চলিক দলগুলি। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে গেরুয়া ঝড়। পঞ্জাব ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। গোয়ায় ভাল ফল কংগ্রেস। মণিপুরেও হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির। সপা, বসপা, অকালি দল, আম আদমি পার্টি সকলেই ধরাশায়ী।

এর পাশাপাশি উত্তরপ্রদেশ বিধানসভায় জয় সংসদেও শক্তিশালী করল বিজেপিকে। রাজ্যসভাতেও কংগ্রেসকে ছাপিয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। এর ফলে একাধিক বিল পাস করাতে এখন অনেক শক্তিশালী জায়গায় থাকবে বিজেপি।

আরও পড়ুন,

.