এনকাউন্টারে স্বস্তি সাধারণের, সাইবারাবাদ পুলিসের নামে জয়ধ্বনি পথে-ঘাটে
কোথাও পুলিসের নামে জয়ধ্বনী, কোথাও তাঁদের ওপর পুষ্প বৃষ্টি, কোথাও আবার মিষ্টিমুখ। শুক্রবার পুলিসের এনকাউন্টারে ধর্ষকদের মৃত্যুর পর স্বস্থি সাধারণ নাগরিকদের।
নিজস্ব প্রতিবেদন: সময়টা ভোররাত, সাইবারাবাদ পুলিসের এনকাউন্টারে মৃত্যু হয় ৪ ধর্ষণকারীর। আর এই 'বিচারে' স্বস্থি পেয়েছে অনেকেই। সোশাল দুনিয়া থেকে সর্বত্রই শিরোনামে রয়েছে হায়দরাবাদের ধর্ষকদের এনকাউন্টারে মত্যুর ঘটনা। সাইবারাবাদ পুলিসের তাৎক্ষনিক সিদ্ধান্তে একাংশ মনে করছেন আদতেই ন্যায় বিচার পেল হায়দরাবাদের পুশু চিকিৎসক। এমনই আরও এক ছবি ধরা পরল তেলেঙ্গানার রাস্তায়। একদল ছাত্রী স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে অভিনন্দন জানালো পুলিসকে। আর সেই ছবিই আপাতত ভাইরাল সোশাল দুনিয়ায়।
#WATCH Hyderabad: Reaction of girl students when news of encounter of the accused in murder and rape of woman veterinarian broke out pic.twitter.com/z238VVDsiC
— ANI (@ANI) December 6, 2019
ঘটনার খবর চাউর হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক শুভেচ্ছার ভিডিয়ো। প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে, হায়দরাবাদের রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মরত পুলিস কর্মীরা। তাঁদের দেখেই একটি চলমান বাসের মধ্যে থাকা একদল ছাত্রী উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠে অভিনন্দন জানাচ্ছে পুলিসকে।
Hyderabad: Locals had showered rose petals on Police personnel at the spot where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter earlier today pic.twitter.com/66pOxK1C2b
— ANI (@ANI) December 6, 2019
অন্য আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ঠিক যেই স্থানে এনকাউন্টার করা হয় ৪ অভিযুক্তকে ঠিক সেখানেই DCP এবং ACP কে অভিনন্দন জানিয়ে চলছে স্লোগান। এখানেই শেষ নয়, মৃতার প্রতিবেশীদের মধ্যে চলল মিষ্টি বিলি। পুলিসের ওপর পুষ্প বৃষ্টিও বাদ গেল এদিন। কাজেই একথা স্পষ্ট যে ঘটনায় স্বস্তি পেয়েছেন স্থানীয়সহ সকলেই।
#WATCH Hyderabad: Neigbours of the woman veterinarian, celebrate and offer sweets to Police personnel after the four accused were killed in an encounter earlier today pic.twitter.com/MPuEtAJ1Jn
— ANI (@ANI) December 6, 2019
২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ টোল প্লাজায় তরুণী চিকিৎসককে স্কুটার রাখতে দেখেই তাঁকে ধর্ষণের ছক কষেছিল চার অভিযুক্ত। সাহায্যের নাম করে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। এর পরে আন্ডারপাসের এক কোণে দেহ নামিয়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে পালায় তারা। পরের দিন সকালে শামশাবাদে ওই চিকিৎসকের পোড়া দেহাংশ মেলে। ভোরে এক ব্যক্তি সেখানে দেহটি জ্বলতে দেখে পুলিসে খবর দেন। ঘটনারর ২৪ ঘণ্টার মধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেফতার করে সাইবারাবাদ পুলিস। শুক্রবার সকালে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে ওই ৪ অভিযুক্ত। বাধ্য হয়ে গুলি চালায় পুলিস। তাতেই মৃত্যু হয় ওই চার অভিযুক্তের।