কবর বিচ্ছুর আগমনে উত্তাল সংসদ ভবন চত্ত্বর

Updated By: Jul 29, 2014, 06:04 PM IST
কবর বিচ্ছুর আগমনে উত্তাল সংসদ ভবন চত্ত্বর

মঙ্গুজ আর বন বিড়ালের ক্রস করলে কেমন হবে? কোথায় গেলেই বা দেখতে পাওয়া যাবে? বেশিদুর যেতে হবে না। দিল্লির সংসদ ভবন চত্ত্বরেই দেখা মিলেছে তার। বিজাতীয় এই স্তন্যপায়ীকে দেখতে ভিড় জমে গেল সংসদ চত্ত্বরে। বৃষ্টির থেকে বাঁচতে আশ্রয় খুঁজছিল সে।

অবশেষে সংসদ ভবনের হেল্পলাইন থেকে ফোন গেল দিল্লির এনজিও এসওএসে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল পাঠায় এসওএস। অচেনা এই পশুকে Common Palm Civet(Paradoxurus Hermaphrodites) বলে চিহ্নিত করেছে তারা। আঞ্চলিক ভাবে এই পশু পরিচিত কবর বিচ্ছু বলে। তাকে ঘিরে রয়েছে পৌরাণিক গল্পও। মূলত শাকাহারী এই প্রাণী একেবারেই নিরীহ বলে জানিয়েছে এনজিও। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা গীতা সেসামনি বলেন, দিল্লির ভাগ্য যে এখনও এই ধরণের বন্যপ্রাণী দেখা যায় এখানে। এদের সংরক্ষণের জন্য সবকরম চেষ্টা করা উচিত্‍ আমাদের।  

আপাতত প্রাথমিক চিকিত্‍সার জন্য হাসপাতালে রয়েছে কবর বিচ্ছু।

 

.