জেলে বসেই ধর্ষক ‘বাবার’ রোজগার কত জানেন?

Updated By: Sep 19, 2017, 04:27 PM IST
জেলে বসেই ধর্ষক ‘বাবার’ রোজগার কত জানেন?

ওয়েব ডেস্ক : ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে জেলেই রয়েছে গুরমিত রাম রহিম সিং। ডেরা সচ্চা সওদার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে বর্তমানে জেল জীবন কেমন কাটছে রাম রহিম সিং-এর? এমন প্রশ্ন উঠতে যা জানা গেল, তা শুনলে অবাক হবেন আপনিও।

ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিম সিং-এর বর্তমানে জেলে বসে রোজগার কত জানেন? রিপোর্টে প্রকাশ, জেলে বসেই নাকি প্রতিদিন ২০ টাকা করে রোজগার করছে গুরমিত।

জেলের মধ্যেই শাক সবজির উত্পাদন শুরু করেছে রাম রহিম সিং। যে শাক সবজি উত্পাদন করছে গুরমিত, জেলের মধ্যেই তা পরে রান্না করে খাওয়া দাওয়া হবে বলেও জানা গিয়েছে। আর ওই কাজ করেই প্রতিদিন ২০ টাকা করে রোজগার শুরু করেছে রাম রহিম সিং।

গুরমিত রাম রহিম সিং জেলে যাওয়ার পর ডেরার এক সাধ্বী দাবি করেন, এ পর্যন্ত গুরমিত নাকি কমপক্ষে ২০০০ মহিলাকে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, প্রতিদিন ৫-৬ ঘণ্টা অন্তর গুরমিত এক একজন নতুন নতুন সাধ্বী চাইত বলেও দাবি করেন ওই মহিলা।

.