বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল আপ। কিন্তু মাস ঘুরতেই স্বপ্নভঙ্গ হয়েছে রাজধানী বাসীর। প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন মন্তব্য। কিছুদিন আগেই চেতন ভগত আপকে রাজনীতির আইটেম গার্ল বলেছিলেন। এবারে বিতর্কিত মন্তব্যটি করলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধব বলেন, অরবিন্দ কেজরিওয়ালের থেকে ভাল সরকার চালাতে পারবেন রাখি সওয়ান্ত।

উদ্ধবের মন্তব্য শুনে রাখি একটি নিউজ চ্যানেলকে রাখি বলেন, "উদ্ধবজী যা বলেছেন তা ঠিকই বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তাঁর বক্তব্যও পেশ করেছেব রাখি। বলেন, মানুষ ভোট দিয়ে কেজরিওয়ালকে ক্ষমতায় এনেছে। অরবিন্দের উচিত্ মানুষের জন্য কাজ করা এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করা। রাস্তায় নেমে বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা নয়। উনি যা করছেন সেটা ঠিক নয়।"

দিল্লিতে আপের ধরনাকে পাগলামি বলে ব্যক্ত করেছেন এর আগেও আপ দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সাহায্যেই সরকার গড়েছে বলে মন্তব্য করেছিলেন উদ্ধব। বলেন, "যদি উনি ঝাড়ু (আপের চিহ্ন) দিয়ে দুর্নীতি সাফ করার কথা বলে থাকেন, তাহলে বলতে হবে অরবিন্দ কেজরিওয়াল একজন হিপোক্রিট।"

English Title: 
Rakhi Sawant can govern better than Arvind Kejriwal
Home Title: 

কেজরিওয়ালের থেকে ভাল সরকার চালাতে পারেন রাখি সওয়ান্ত, মন্তব্য উদ্ধব ঠাকরের

No
19655
Is Blog?: 
No
Section: