বিচারপতি নিয়োগের সংবিধান সংশোধনী বিল ধ্বনিভোটের মাধ্যমে পাস হল রাজ্যসভায়
আজ রাজ্যসভা নরেন্দ্র মোদী সরকারের এক বিরাট রাজনৈতিক জয়ের সাক্ষী থাকল। রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বিল, ২০১৪। গতকাল সর্বসম্মতিক্রমে লোকসভাতেও পাস হয়েছে বিলটি।
নতুন দিল্লি: আজ রাজ্যসভা নরেন্দ্র মোদী সরকারের এক বিরাট রাজনৈতিক জয়ের সাক্ষী থাকল। রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন বিল, ২০১৪। গতকাল সর্বসম্মতিক্রমে লোকসভাতেও পাস হয়েছে বিলটি।
উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের কমিশন গঠনের একটি সংবিধান সংশোধনীয় বিলও সংখ্যাগুরিষ্ঠের সম্মতিক্রমে পাস হয়েছে।
সুপ্রিমকোর্ট ও হাইকোর্টগুলিতে বিচারপতি নিয়োগের দু'দশক পুরনো যে কলেজিয়াম সিস্টেম চালু ছিল, ৯৯তম সংবিধান সংশোধনী বিলটি সেই সিস্টেমকেই বাতিল করবে।
এই বিলটি আইনে পরিবর্তিত হলে ২১ বছর পর ফের উচ্চআদালতগুলিতে বিচারপতি নিয়োগে মতামত দিতে পারবে সরকার।
কমিশন গঠনের পর ২৪টি হাইকোর্টে ২৬৬টি শূন্যপদ দ্রুত পূরণ হবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিমকোর্টের একটি শূন্যপদ পূরণের সম্ভাবনাও প্রবল। বিচারপতিদের নিয়োগ দ্রুততার সঙ্গে হলে উচ্চ আদালতে দীর্ঘ দিন ধরে চলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।