আমরা শকুন নই, নির্দোষ মানুষ মারি না, বললেন ইসরাত জাহান মামলায় অভিযুক্ত কুমার

ইসরত জাহান ভুয়ো এনকাউন্টার মামলায় সিবিআই-এর অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন আইবি অফিসার রাজেন্দ্র কুমার। ইসরাত ও তাঁর সঙ্গীরা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল দাবি করে নিজের অবস্থানে স্থির রয়েছেন তিনি। কুমার দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে মামলা আদালতে টিকবে না। কথা প্রসঙ্গে কুমার জানান, ২০০৪ সালের এনকাউন্টারে কোনওরকম অপরাধ করা হয়নি। পুলিসি এনকাউন্টারেই ইসরাত ও তাঁর তিন সঙ্গী মারা যায়।

Updated By: Feb 11, 2014, 03:07 PM IST

ইসরত জাহান ভুয়ো এনকাউন্টার মামলায় সিবিআই-এর অভিযোগ উড়িয়ে দিলেন প্রাক্তন আইবি অফিসার রাজেন্দ্র কুমার। ইসরাত ও তাঁর সঙ্গীরা সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল দাবি করে নিজের অবস্থানে স্থির রয়েছেন তিনি। কুমার দাবি করেছেন তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে মামলা আদালতে টিকবে না। কথা প্রসঙ্গে কুমার জানান, ২০০৪ সালের এনকাউন্টারে কোনওরকম অপরাধ করা হয়নি। পুলিসি এনকাউন্টারেই ইসরাত ও তাঁর তিন সঙ্গী মারা যায়।

গত সপ্তাহে আমেদাবাদের বিশেষ আদালতে রাজেন্দ্র কুমার, পি মিত্তল, এম কে সিনহা ও রাজীব ওয়াংখেড়ের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে সিবিআই। কুমারের বিরুদ্ধে অপারধমূলক ষড়যন্ত্র ও খুন এবং বাকি তিন জনের বিরুদ্ধা ষড়যন্ত্র ও অপহরণর অভিযোগ এনেছে সিবিআই। ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অপরাধেও অভিযুক্ত করা হয়েছে কুমারকে।

আত্মপক্ষ সমর্থন করে কুমার বলেন, ""আমরা শকুন নই, আমরা নির্দোষ মানুষদের টার্গেট করি না। আমি নিজের কর্তব্য পালন করেছি।`` কুমারের বিরুদ্ধে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতির নির্দেশে গুজরাত সরকারের কাছে অনুমতি চেয়েছে সিবিআই।

.