মরু রাজ্যে রেকর্ড ৭৪ শতাংশ ভোট পড়ল, আশা আশঙ্কার দোলাচলে কংগ্রেস-বিজেপি

রাজস্থান বিধানসভার ১৯৯ টি আসনে ভোটগ্রহণ মিটল নির্বিঘ্নে। ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজস্থান বিধানসভায় মোট ২০০টি আসন। তবে চুরু আসনটিতে আজ ভোট হয়নি। ওই কেন্দ্রে বিএসপি প্রার্থী মারা যাওয়ায় ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

বাকি ১৯৯ টি আসনে মূল লড়াই বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হলেও বিক্ষুব্ধ বিজেপি নেতা কিরোরীলাল মীনার ন্যাশনাল পিপলস পার্টি তৃতীয় শক্তি হিসেবে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছ। দেড়শোটি আসনে প্রার্থী দিয়েছে তারা। সিপিআইএম প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে। তারাও ভাল ফলের আশা করছে।

নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিক্ষিপ্ত দু একটি ঘটনা ছাড়া নির্বাচন নির্বিঘ্নেই কাটল। ভোটর পড় বিজেপি-কংগ্রেস দু পক্ষই বল তারা জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু আশঙ্কায় থাকছে দু পক্ষের।

English Title: 
Rajasthan polls: Record 74.83 per cent turnout, both Cong and BJP claim victory
Home Title: 

মরু রাজ্যে রেকর্ড ৭৪ শতাংশ ভোট পড়ল, আশা আশঙ্কার দোলাচলে কংগ্রেস-বিজেপি

No
18210
Is Blog?: 
No
Section: